Latest Bengali News & Breaking Entertainment in Bangla https://theindianews.org The India News Mon, 24 Oct 2022 15:25:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.0.3 https://theindianews.org/wp-content/uploads/2019/06/cropped-45460971_509613316186329_7572113551431565312_n-32x32.png Latest Bengali News & Breaking Entertainment in Bangla https://theindianews.org 32 32 ৬০০% রিটার্ন পাওয়া এই কোম্পানিতে বিনিয়োগকারীরা আবারো হতে চলেছেন লাভবান, ১ টি শেয়ার থাকলেই মিলবে ২ টি শেয়ার https://theindianews.org/bengali-news/in-this-share-market-investor-earn-money/ Mon, 24 Oct 2022 15:25:24 +0000 https://theindianews.org/?p=68689 Read More »৬০০% রিটার্ন পাওয়া এই কোম্পানিতে বিনিয়োগকারীরা আবারো হতে চলেছেন লাভবান, ১ টি শেয়ার থাকলেই মিলবে ২ টি শেয়ার]]> দীপাবলির ঠিক প্রাক্কালে বিনিয়োগকারীদের বড়সড়ো উপহার দিতে চলেছে স্মল ক্যাপ কোম্পানী সিন ব্যাগস লিমিটেড। কোম্পানিটি ২২ অক্টোবর ২০২২ অর্থাৎ গত শনিবার এই অতিরিক্ত বোনাস দেওয়ার কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যোগ্য বিনিয়োগকারীদের কোম্পানিটি প্রতিটি শেয়ারের জন্য দুটি করে বোনাস শেয়ার দেবেন বলেছেন। চলুন এই বোনাস শেয়ার সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।

সম্প্রতি সংস্থাটি এটি বেসরকারি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বোনাস শেয়ার করার সিদ্ধান্তটি কোম্পানির বোর্ড সভায় অনুমোদিত হয়েছে। বিনিয়োগকারীদের ১০ টাকা অভিহিত মূল্যের একটি শেয়ারে বোনাস হিসাবে দুটি শেয়ার দেওয়া হবে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনো কোনো রেকর্ড ডেট ঘোষণা করা হয়নি। ২১ ডিসেম্বর ২০২২ অথবা তার আগে যে সমস্ত বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন তাদের এই বোনাস শেয়ার প্রদান করা হবে।

সিন ব্যাগ লিমিটেডের শেয়ার ৪.৮৫ শতাংশ বৃদ্ধির সাথে শুক্রবার ৩০৪.৮০ টাকায় বন্ধ হয়েছে। গত ৫ বছরে এই কোম্পানিটি বিনিয়োগকারীদের চমৎকার রিটার্ন দিতে সক্ষম হয়েছে। সম্প্রতি এই কোম্পানিটি শেয়ারের দাম বেড়েছে ৫৭১.৩৭ শতাংশ। যদি আমরা গত তিন বছরের কথা বলি তাহলে কোম্পানিটি শেয়ার বেড়েছে ৬০৬ শতাংশ। গত এক বছরে কোম্পানিটি শেয়ারের দর বেড়েছে ১০০.৭%। ২০২২ সালে এখনো পর্যন্ত এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ১৩.৭৭ শতাংশ।

সংস্থাটি FIBC, বিগ ব্যাগ এবং ফুড গ্রেড FIBC উৎপাদন এবং রপ্তানি করে। কোম্পানির সদর দপ্তর ইন্দোরে। কোম্পানিটি এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, হাঙ্গেরি, সেনেগাল, থাইল্যান্ড, আয়ারল্যান্ড, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, স্পেনের মতো একাধিক দেশের বাজারে নিজের কোম্পানির ব্যবসায় যুক্ত রয়েছে।

]]>
এবার দীপাবলিতে নতুন ইতিহাস গড়ল ISRO, মহাকাশে পাড়ি দিল ইসরোর সবচেয়ে ভারী রকেট https://theindianews.org/bengali-news/isro-make-a-new-history-of-indian-history/ Mon, 24 Oct 2022 15:22:53 +0000 https://theindianews.org/?p=68704 Read More »এবার দীপাবলিতে নতুন ইতিহাস গড়ল ISRO, মহাকাশে পাড়ি দিল ইসরোর সবচেয়ে ভারী রকেট]]> আর মাত্র হাতে একদিন। দীপাবলির দিন সারা আকাশে দেখা যাবে আলোর রোশনাই। তবে ঠিক দীপাবলীর আগে ভারতের আকাশে আরও একটি রোশনাই দেখা গেল যার ফলে ভারতের মুকুটে জুড়ল আরেকটি পালক। ৩৬ টি স্যাটেলাইট নিয়ে অন্ধ্রপ্রদেশের শ্রী হরি কোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশে পাড়ি দিল ইসরোর(ISRO) রকেট।

এর আগে কখনো ভারতীয় গবেষণা সংস্থার তরফ থেকে এত ভারী স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়নি। ৫ হাজার ৭৯৬ কেজির পে লোডের সফল উড়ানের মাধ্যমে মহাকাশ গবেষণা নতুন ইতিহাস তৈরি করলে ভারতবর্ষ। ইতিমধ্যে ইসরোর (ISRO) – র তরফ থেকে জানানো হয়েছে উপগ্রহের উৎক্ষেপণ সফলভাবে হয়েছে। শুধু তাই নয়, লো আর্থ অরবিটে প্রতিস্থাপনের কাজও সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।

শ্রী হরি কোটায় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে জিওসিনক্রোনাস লঞ্চ ভেইকেল- এর নতুন সংস্করণ লঞ্চ ভেইকেল mark-৩ উৎক্ষেপণ করা হয়। রবিবার রাত বারোটা বেজে ৭ মিনিটে এই রকেট উৎক্ষেপণ করা হয়। জিএসএলভি এলভিএম তিন-এর ১০ টন ওজনের পে লোড ক্ষমতা থাকলেও এটিকে ৬ টন নিয়ে উৎক্ষেপণ করানো হয়। ওয়ান ওয়েব এবং নিউজ্পেস ইন্ডিয়া লিমিটেডের মধ্যে একটি চুক্তিতে লঞ্চ করা হয়েছে এই মিশন।

প্রসঙ্গত, এই রকেট উৎক্ষেপণ নিয়ে ভীষণভাবে চিন্তিত এবং উত্তেজিত ছিল ভারত। রকেটটি যাতে সঠিকভাবে উৎক্ষেপণ করানো যায়, তার জন্য সমস্ত রকম ব্যবস্থা আগে থেকেই নেওয়া হয়েছিল। এই রকেটটির উৎক্ষেপণ আরো একবার ভারতকে পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ জায়গা দিয়ে দিল।

]]>
রাজামৌলির পরবর্তী ছবিতে থাকতে চলছে বড় চমক, ৮০০ কোটি বাজেটের ছবিতে মহেশবাবুর সাথে থাকবেন এই বলি ডিভা! https://theindianews.org/bengali-news/this-actress-will-act-with-mahesh-babu-in-the-cinema-of-s-s-rajamouli/ Sun, 23 Oct 2022 14:10:34 +0000 https://theindianews.org/?p=68645 Read More »রাজামৌলির পরবর্তী ছবিতে থাকতে চলছে বড় চমক, ৮০০ কোটি বাজেটের ছবিতে মহেশবাবুর সাথে থাকবেন এই বলি ডিভা!]]> সঞ্জয় নীলা বানশালী থেকে অনুরাগ বসু, এখন সবই অতীত। পাঁচতলা মল এখন পুরোটাই এস এস রাজামৌলি। দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির এই অনবদ্য পরিচালক হয়তো বাহুবলির আগেও অনেক নামকরা সিনেমা পরিচালনা করেছিলেন কিন্তু বাহুবলির হাত ধরে তিনি পেয়েছেন জগৎজোড়া খ্যাতি। নিঃসন্দেহে করন জোহর না থাকলে হয়তো এই খ্যাতি অর্জন করতেন পারতেন না পরিচালক রাজা মৌলি।

বাহুবলির হাত ধরে যে জয়যাত্রা শুরু করেছিলেন পরিচালক, তা বর্তমান পুষ্পা, ট্রিপল আর- এর সাথে। “ট্রিপল আর” তো আবার পৌছে গেছে অস্কারের মঞ্চেও। এবার শীঘ্রই সাউথ সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে একই সিনেমায় কাজ করতে চলেছেন পরিচালক। নিঃসন্দেহে এই জুটি আরো একবার নতুন চমক দেবে আমাদের, কিন্তু এবার সিনেমা নিয়ে যে আপডেট আসতে চলেছে তা শুনে সকলেই চমকে গেছেন।

SS Rajamouli announces new film with Mahesh Babu, says, 'It's going to be kind of James Bond or Indiana Jones...' | Regional News | Zee News

সিনেমার কথা প্রকাশে আসতেই বেশ উত্তেজনার পারদ চড়েছিল দর্শক মহলে। মহেশ বাবুর বিপরীতে কোন নায়িকা অভিনয় করবেন তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন ভক্তরা। এতদিন পর্যন্ত যে খবর পাওয়া গিয়েছিল তা থেকে জানা যাচ্ছিল, আলিয়া ভাট অভিনয় করবেন মহেশ বাবুর বিপরীতে। কিন্তু এবার সেই গুঞ্জনে জল ঢেলে আরো একটি বলি অভিনেত্রীর নাম উঠে এলো সকলের সামনে।

মহেশ বাবু এবং রাজা মৌলির আগামী সিনেমার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও এখনো পর্যন্ত যে নামটি প্রকাশে এসেছে সেটি হল, এসএসএমবি ২৯। টলিউড ঘনিষ্ঠ সূত্র থেকে খবর পাওয়া গেছে, গ্ল্যামার কুইন মাস্তানি অরফে দীপিকা পাডুকোন অভিনয় করতে চলেছেন মহেশ বাবুর বিপরীতে। চিত্রনাট্য লিখবেন প্রবীণ লেখক কেভি বিজয়েন্দ্র প্রসাদ। লেখকের কথায়, রহস্য ঘরানার গল্প। সিনেমার কাজ আগামী বছর থেকে শুরু হয়ে যাবে। সিনেমার গল্প সত্য ঘটনা অবলম্বনে তৈরি।

Deepika Padukone Is Leading The Race To Be Mahesh Babu's Heroine In SS Rajamouli's Pan-India Biggie?

সূত্র থেকে আরও খবর পাওয়া গেছে, কেএল নারায়ন তার এই উচ্চাভিলাসী প্রকল্পের জন্য ৮০০ কোটি টাকা বরাদ্দ রেখেছেন। দুর্গা আর্টস ব্যানারের নির্মিত এই সিনেমাটি পথে চলে যেতে লেবু ইন্ডাস্ট্রির সবথেকে বড় বিগ বাজেটের সিনেমা। সিনেমার গল্পের সঙ্গে জেমস বন্ডের গল্পের কিছু মিল থাকবে। সিনেমার শুটিংয়ের কিছুটা অংশ হতে পারে amazon জঙ্গলে। সব মিলিয়ে এই সিনেমা আরো একটি মাস্টার পিস হতে চলেছে বলেই ধারণা সকলের।

]]>
বাড়ির ছাদে আজই বসান এই মেশিন, বিনামূল্যে পাবেন বিদ্যুৎ… আনন্দ মাহিন্দ্রা বললেন- দারুণ উপায় https://theindianews.org/bengali-news/install-this-machine-on-the-roof-of-the-house-today-you-will-get-free-electricity-anand-mahindra-said-great-way/ Sun, 23 Oct 2022 14:07:53 +0000 https://theindianews.org/?p=68653 Read More »বাড়ির ছাদে আজই বসান এই মেশিন, বিনামূল্যে পাবেন বিদ্যুৎ… আনন্দ মাহিন্দ্রা বললেন- দারুণ উপায়]]> সাধারণত আমরা যখন একটি উইন্ডমিলের দিকে তাকাই, তখন আমরা একটি লম্বা টাওয়ারের উপর তিনটি ব্লেড ঘুরতে দেখি, কিন্তু প্রযুক্তির সাহায্যে এমন উইন্ড টারবাইনও তৈরি করা হয়েছে, যা বাড়ি বা অফিসের ছাদে বসানো যায়। এমনই একটি উইন্ড টারবাইনের ভিডিও শেয়ার করেছেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। এর নাম টিউলিপ উইন্ড টারবাইন।

টিউলিপ উইন্ড টারবাইনের বিশেষত্ব হল এটি খুব অল্প জায়গার মধ্যে যেকোনো স্থানে লাগানো যায়। এর জন্য লম্বা টাওয়ার বা বেশি জায়গার প্রয়োজন হয় না। টিউলিপ উইন্ড টারবাইনের দুটি ডানার একটিতে যদি বাতাস আঘাত করে, তবে অন্য ডানা ঘোরাতে শুরু করে। এটি খুব কম খরচে সবুজ শক্তি উৎপাদন করতে পারে এবং কম বাতাসেও বিদ্যুৎ উৎপাদন করতে পারে।

এই উইন্ড টারবাইনটি অনেক রঙে পাওয়া যায়, অর্থাৎ এটি আপনার গৃহের সাজসজ্জার একটি অংশও হয়ে উঠতে পারে। আপনি আপনার পছন্দমত রঙ অনুযায়ী এটি বেছে নিতে পারেন। টিউলিপ উইন্ড টারবাইন খুব অল্প জায়গায়ও সহজেই লাগানো যায়, যা বাড়ি বা অফিসের শক্তির চাহিদা মেটাতে পারে। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা এই উইন্ড টারবাইনের ভিডিও শেয়ার করেছেন।

আনন্দ মাহিন্দ্রা লিখেছেন যে, “আমি প্রায়ই ভাবি যে, একটি প্রচলিত টারবাইনের জন্য এত জমি এবং উচ্চতায় এগুলো রাখা কতটা টেকসই? শক্তি উৎপাদনের অনেক উপায়কে স্বাগত জানানো উচিত।” তিনি বলেন, “এই টিউলিপ টারবাইন ভারতের জন্য একটি আদর্শ। খরচ কম, জায়গা কম লাগে, এর পাশাপাশি শহুরে ও গ্রামীণ উভয় এলাকার জন্য এটি জরুরী।”

]]>
২০০৭ সালে জিতেছিলেন বিশ্বকাপের শিরোপা, ৭ বছর পর ফাইনালে হেরেছিলেন, জানুন ভারতের T-20 বিশ্বকাপের ইতিহাস https://theindianews.org/bengali-news/know-why-india-is-loss-t20-world-cup/ Sun, 23 Oct 2022 09:41:51 +0000 https://theindianews.org/?p=68637 Read More »২০০৭ সালে জিতেছিলেন বিশ্বকাপের শিরোপা, ৭ বছর পর ফাইনালে হেরেছিলেন, জানুন ভারতের T-20 বিশ্বকাপের ইতিহাস]]> টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব শেষ। সুপার ১২এর সব দলই ঠিক হয়ে গেছে। ভারতের দলে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। এই টুর্নামেন্টে ভারত তাদের প্রচার শুরু করবে ২৩শে অক্টোবর। টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ হবে পাকিস্তানের সঙ্গে। ২০০৭ সালের চ্যাম্পিয়ন দল এবারও শিরোপা জয়ের লক্ষ্যে রয়েছে, তবে ভারতের জন্য এটা সহজ হবে না। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ জেতার পর ভারত ছয়বার এই টুর্নামেন্ট খেলেছে, কিন্তু এখনো পর্যন্ত ট্রফি দ্বিতীয়বার টিম ইন্ডিয়ার হাতে আসেনি। ভারত ২০১৪ সালে চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে কাছাকাছি এসে ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েছিল।

২০২১ সালে ভারতীয় দল গ্রুপ পর্বেই পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে হেরে বাদ পড়েছিল। এবার আগের পারফরম্যান্স ভুলে ইতিহাস গড়ার অভিপ্রায় নিয়ে মাঠে নামবে ভারতীয় দল। আমরা বলতে চলেছি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স এখনো পর্যন্ত কেমন ছিল সেই সম্পর্কে।২০০৭ সালে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করা হয়। এই বছর ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে যায় ভারতীয় দল। এমন পরিস্থিতিতে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে তরুণ দল পাঠিয়েছিল, যার কমান্ড ছিল মহেন্দ্র সিং ধোনির হাতে। কেউ আশা করেনি যে, ভারত চ্যাম্পিয়ন হবে, কিন্তু তরুণ ভারতীয় দল ভারত ইতিহাস তৈরি করে এবং ভারত ফাইনালে পাকিস্তানকে পাঁচ রানে পরাজিত করে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল।

টি টোয়েন্টি বিশ্বকাপ দ্বিতীয়বার ইংল্যান্ডে খেলা হয়েছিল এবং পাকিস্তানের দল দ্বিতীয়বার এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছায়। পাকিস্তান, শ্রীলঙ্কাকে পরাজিত করে ২০০৭ সালের শিরোপা জেতে। ভারতের অধিনায়কত্ব সেইসময়ও ধোনির হাতে, কিন্তু সুপার এইট রাউন্ডে তিনটি ম্যাচ হেরে বিদায় নেয় টিম ইন্ডিয়া। সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হয় ভারত।টি টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় খেলা হয় ওয়েস্ট ইন্ডিজে। এবার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতে নেয় ইংল্যান্ড দল। এই প্রথম ইংল্যান্ড দল আইসিসি ট্রফি জেতে।

ভারতীয় দল এই মরসুমেও হতাশ হয় এবং সুপার এইট পর্বে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ তিনের কাছেই পরাজিত হয়। টি টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থবারের খেলায় চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ দল। ফাইনাল ম্যাচে আবারও হারের মুখে পড়তে হয় শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত আবারও সুপার এইট পর্ব অতিক্রম করতে ব্যর্থ হয়। বাংলাদেশে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স ছিল চমৎকার। টিম ইন্ডিয়া ফাইনালে উঠলেও শ্রীলঙ্কা, ভারতকে ছয় উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয়। ফাইনালে যুবরাজ সিং খুব ধীরগতিতে ব্যাট করেন এবং ভারতের পরাজয়ের দায় তাঁর মাথায় চাপিয়ে দেওয়া হয়।

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয়বার শিরোপা যেতে ২০১৬ সালে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হয়েছিল। লিগ ম্যাচে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স ছিল দুর্দান্ত, তবে সেমিফাইনালে ভারতকে হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্র্যাথওয়েট শেষ ওভারে টানা চার ছক্কা মেরে দলের হয়ে শিরোপা জিতে রাতারাতি সুপারস্টার হয়ে যান। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল অস্ট্রেলিয়া, কিন্তু করোনার কারণে এটি বিসিসিআই আয়োজন করে এবং টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।

অস্ট্রেলিয়ান অধিনায়ক পুরো টুর্নামেন্টে মাত্র একবার টস হেরেছেন এবং তাঁর দল এই ম্যাচেও হারে, তবে ফাইনালে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ জেতে। এই টুর্নামেন্টে ভারতের পারফরম্যান্স ছিল খুবই হতাশাজনক। গ্রুপ পর্বেই প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হারে টিম ইন্ডিয়া। এরপর সবকটি ম্যাচ জিতলেও সেমিফাইনালে উঠতে পারেনি ভারত।

]]>
মানুষ দেখলেই বেড়ে যায় গতি! কীভাবে পাখির মতো উড়তে পারে এই বিশেষ প্রজাতির সাপ? জানতে হলে.. https://theindianews.org/bengali-news/speed-increases-when-people-see-how-can-this-special-species-of-snake-fly-like-a-bird-if-you-want-to-know/ Sun, 23 Oct 2022 09:39:11 +0000 https://theindianews.org/?p=68594 Read More »মানুষ দেখলেই বেড়ে যায় গতি! কীভাবে পাখির মতো উড়তে পারে এই বিশেষ প্রজাতির সাপ? জানতে হলে..]]> উড়ন্ত সাপ কথাটা আগে শুনেছেন বা দেখেছেন কিনা জানিনা, এই ধরনের সবগুলিকে উড়ন্ত সাপ বলা হয়ে থাকলেও কিন্তু এরা ওরে না। এই ধরনের সাপ গুলি দেখতে সবুজ রংয়ের হয়, যেগুলি এক গাছ থেকে অন্য গাছে উড়ে যায়। এরকম ভাবে যখন তারা এক গাছ থেকে অন্য গাছে যায় তখন তাদের ৮০ থেকে ৯০ শতাংশ শরীর বাতাসে থাকে।

দেখতে একদম গাছের পাতার মতই হয়। সম্প্রতি এই সবগুলোর নানারকম ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হচ্ছে। সাধারণত এ ধরনের সাপ খালি চোখে দেখা দুঃসাধ্য ব্যাপার কারণ, সাপগুলির মাটির সঙ্গে অথবা গাছের পাতার সঙ্গে মিশে থাকে যে কারণে সহসা খালি চোখে দেখা সম্ভব হয়না।

সাধারণত এই সাপগুলি সম্পর্কে যদি জানতে হয় আপনাদের তাহলে গুগলে কিংবা ইউটিউবে সার্চ করে দেখলেই আপনিই দেখতে পাবেন। দেখতে পাবেন এই সবগুলি যখন একটা গাছ থেকে অন্য গাছে যায় তখন তাদের শরীরের ৮০ থেকে ৯০ শতাংশই থাকে বাতাস, এই কারণেই এদের উড়ন্ত সাপ বলা হয়। এক গাছ থেকে যখন অন্য গাছেরা যায় তখন শরীরটাকে এমন অঙ্গভঙ্গি করে যেমন দেখতে লাগে ওপর-নিচে আকারের মত তবে এই ধরনের সাপগুলি বিষাক্ত কম হয়।

এরা পাখি, বাদুর, ছোট ছোট মাছ ,ব্যাঙ খায়। এই ধরনের সাপগুলি দেখা যায় শ্রীলঙ্কা, চীন এবং ভারতের আশেপাশে। এরা কখনো গাছের ডালে তো গাছের উপরের অংশের দিকে বসে থাকতে পছন্দ করে। এক গাছ থেকে আরাক গাছের লাফায় সেই সময় তাদের মাথা থেকে লেজ পর্যন্ত শরীর একদম চ্যাপ্টা হয়ে যায় । প্রশ্ন উঠতেই পারে যে এরা এক গাছ থেকে আর এক গাছে কিভাবে লাফায়?

সাপের পা নেই তাদের পেশী এবং ত্বক ব্যবহার করে এরা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এদের মধ্যে সবথেকে জনপ্রিয় স্টাইল হলো হাঁটার ঢেউয়ের মত করে সামনের অংশটা উপরের দিকে তুলে নিয়ে হাঁটা। এই সাপগুলি ১০ থেকে ১২ ফুট লাফ দিতে সক্ষম এবং এরা খুব দ্রুত পালাতে পারে তবে সবুজ রং ছাড়া ওই রাঙা ধূসর রং এর হয় তবে সাপগুলো হয় লাজুক এবং ভীতু প্রকৃতির। এরা মানুষকে দেখে ঘাবড়ে যায় ফলে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।

]]>
T-20 বিশ্বকাপে ভালো প্রদর্শন না করলে ক্যারিয়ার ভস্তে যেতে পারে এই 3 ভারতীয় বোলারের https://theindianews.org/bengali-news/the-career-of-these-three-bolwer-end-after-t-20-world-cup/ Sun, 23 Oct 2022 09:37:09 +0000 https://theindianews.org/?p=68641 Read More »T-20 বিশ্বকাপে ভালো প্রদর্শন না করলে ক্যারিয়ার ভস্তে যেতে পারে এই 3 ভারতীয় বোলারের]]> ভারতীয় দল ২৩শে অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হতে প্রস্তুত। আর মাত্র কয়েক ঘণ্টা বাকি ম্যাচ শুরু হতে। ভারতে দীপাবলির উৎসব শুরু হচ্ছে এবং এই সময়ে ভারতীয় দলকে পাকিস্তানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে, তবে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ম্যাচে ভারতের প্লেয়িং ইলেভেন কী হবে সেটাই বড় প্রশ্ন। সারা বিশ্বের ক্রিকেট কিংবদন্তিরাও এ বিষয়ে তাদের মতামত দিচ্ছেন।

এখন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার টম মুডি ভারতের তিনজন ফাস্ট বোলারের নাম বলেছেন, যাঁরা ভারতের প্লেয়িং ইলেভেনে থাকতে পারেন। টম মুডি বিশ্বাস করেন যে, ভারতের পেস ব্যাটারিতে মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার এবং অর্শদীপ থাকতে পারেন। বিশেষ বিষয় হল ভুবনেশ্বর কুমার এবং অর্শদীপ সিং ভারতের হয়ে একটানা টি-টোয়েন্টি ক্রিকেট খেলছেন, কিন্তু মহম্মদ শামি টি-টোয়েন্টি টিম ইন্ডিয়ার হয়ে খেলেননি।

তিনি গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতের হয়ে বোলিং করেছিলেন, কিন্তু এরপর বাদ পড়েন। যদিও তিনি ধারাবাহিকভাবে টেস্ট এবং আইপিএলে তাঁর দলের হয়ে খেলেছেন, তবে এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ভারতীয় দল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি যে ম্যাচ খেলে, তখন মহম্মদ শামিকে দলে অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু অধিনায়ক রোহিত শর্মা, মোহাম্মদ শামিকে শেষ ওভারে ১১ রান বাঁচানোর দায়িত্ব দেন এবং মোহাম্মদ শামি সেই ওভারে তিন উইকেট নিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেন।

একই ওভারে একজন খেলোয়াড়ও রানআউট হন। এইভাবে অস্ট্রেলিয়ার তিনটি উইকেট পড়ে যায় এবং টিম ইন্ডিয়া ম্যাচ জিতে নেয়। টম মুডির ব্যাপারে, তিনি মহম্মদ শামিকে দলে অন্তর্ভুক্ত করার কারণ হিসেবে তার অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি বলেন, ভুবনেশ্বর কুমার ও আর্শদীপ সিং প্রথম দুই খেলোয়াড় হবেন। টম মুডি বলেন যে, মহম্মদ শামিকে বোলিং করার জন্য কয়েক কম ওভার দেওয়া যেতে পারে, তবে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে যে শেষ ওভারটি করেছিলেন, তা সবকিছু উল্টে দিয়েছিল। পাকিস্তানের বোলিং আক্রমণ সম্পর্কে কথা বলতে গিয়ে টম মুডি বলেন যে, টিম ইন্ডিয়াকে প্রথম ছয় ওভার কিছুটা যত্ন নিয়ে খেলতে হবে, একবার ভারতীয় খেলোয়াড়রা স্থির হয়ে গেলে টিম ইন্ডিয়ার জন্য ম্যাচটি সহজ হবে।

]]>
T-20 বিশ্বকাপে ভারতের এক নম্বর অধিনায়কের স্থান পেতে পারেন রোহিত শর্মা, ভাঙতে পারেন ধোনির রেকর্ড https://theindianews.org/bengali-news/rohit-sharma-will-get-1st-position-in-cricket-team/ Sun, 23 Oct 2022 09:33:21 +0000 https://theindianews.org/?p=68649 Read More »T-20 বিশ্বকাপে ভারতের এক নম্বর অধিনায়কের স্থান পেতে পারেন রোহিত শর্মা, ভাঙতে পারেন ধোনির রেকর্ড]]> ভারতীয় দল ২৩শে অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে। ১৫ বছর পর শিরোপা জিততে মুখিয়ে আছে টিম ইন্ডিয়া। ভারতীয় দল এবার চ্যাম্পিয়ন হলে টি-টোয়েন্টিতে দেশের এক নম্বর অধিনায়ক হয়ে যাবেন রোহিত শর্মা এবং তিনি প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বড় রেকর্ড ভাঙবেন। আসলে, রোহিত তাঁর অধিনায়কত্বে ৩৫টি ম্যাচ জিতেছেন। এই টুর্নামেন্টে তিনি ধোনির ৪১টি জয়ের রেকর্ড ভাঙতে পারেন। ৭২ টি টোয়েন্টি ম্যাচে দেশের অধিনায়কত্ব করেছেন ধোনি।

৪১টি ম্যাচ জিতেছেন এবং হেরেছেন ২৮টি। একটি ম্যাচ টাই এবং দুটিতে ফল হয়নি। রোহিতের কথা বলতে গেলে, ধোনির সমান সমান ম্যাচ জিততে গেলে রোহিতকে ছয়টি ম্যাচ জিততে হবে এবং ধোনিকে ছাড়িয়ে যেতে গেলে সাতটি ম্যাচ জিততে হবে। রোহিত মোট ৪৫টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন, জার মধ্যে ৩৫টি ম্যাচ জিতেছেন এবং হেরেছেন ১০টি ম্যাচ। সবচেয়ে সফল অধিনায়কের নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। তিনি ৫০ টি টোয়েন্টি ম্যাচে দলের অধিনায়কত্ব করেছেন।

এই সময়ে ভারত ৩০টি ম্যাচ জিতেছে এবং ১৬টি ম্যাচে হেরেছে। দুই ম্যাচে কোনো ফল হয়নি এবং টাই হয়েছে দুটি ম্যাচ। গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের পর দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন কোহলি। তাঁর নেতৃত্বে দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। খোদ সুপার-১২ তে ছিটকে যায় ভারত। এমনকি পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো বিশ্বকাপে পরাজিত হন তিনি। রোহিত যদি এই বিশ্বকাপে ধোনির রেকর্ড ভাঙতে চান, তাহলে তাঁকে গ্রুপের পাঁচটি ম্যাচের পাশাপাশি তাঁর অধিনায়কত্বে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ জিততে হবে।

এমন পরিস্থিতিতে, সাতটি জয় পাবে রোহিত। তারপর ধোনিকে ছাড়িয়ে যাবেন তিনি। ভারতীয় দল ২৩শে অক্টোবর মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ খেলবে। ২৭শে অক্টোবর দলটি সিডনিতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। ৩০শে অক্টোবর পার্থে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। আগামী ২রা নভেম্বর অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি খেলা হবে। ৬ই নভেম্বর মেলবোর্নে খেলবে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ দলের নাম এখনো ঘোষণা করা হয়নি। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ম্যাচ ৯ই নভেম্বর সিডনি এবং ১০ই নভেম্বর অ্যাডিলেডে অনুষ্ঠিত হবে।

২৩ ই নভেম্বর মেলবোর্নে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। ভারতের হয়ে খেলবেন রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষাল প্যাটেল, আরশদীপ সিং, মহম্মদ শামি এবং স্ট্যান্ডবাই প্লেয়ার হলেন শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণোই, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর।

]]>
বলিউডের এই ৫ অভিনেত্রী যারা আন্ডারওয়ার্ল্ড ডনের সাথে মজেছিলেন রোমান্সে,তালিকায় রয়েছে https://theindianews.org/bengali-news/these-bollywood-actress-were-engaged-with-international-don/ Sun, 23 Oct 2022 07:33:45 +0000 https://theindianews.org/?p=68623 Read More »বলিউডের এই ৫ অভিনেত্রী যারা আন্ডারওয়ার্ল্ড ডনের সাথে মজেছিলেন রোমান্সে,তালিকায় রয়েছে]]> আপনারা নিশ্চয়ই শুনেছেন ভালোবাসার কোনো সীমারেখা নেই, ভালোবাসায় ছোট বড়, ভালো মন্দ, উঁচু নিচু কেউ দেখতে পারে না। ভালোবাসা শুধুই ভালোবাসা। প্রেমের কোনো বয়স নেই। আজ আমরা আপনাকে এমন কিছু অভিনেত্রীর কথা বলতে চলেছি, যাঁরা তাঁদের বাস্তব জীবনে আন্ডারওয়ার্ল্ড ডনের সাথে সম্পর্কে ছিলেন এবং এই সুন্দরীরা আন্ডারওয়ার্ল্ড ডনের সাথে প্রেমের করার কারণে আলোচনার বিষয় হয়ে ওঠেন। অভিনেত্রীরা নিজেই তাঁদের সম্পর্কে খোলাখুলি জানিয়েছেন। আসুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে।

 

মন্দাকিনী “রাম তেরি গঙ্গা ম্যালি হো গয়ি” সিনেমাতে একটি খুব ভালো চরিত্রে অভিনয় করেছিলেন এবং এই সিনেমার পরে মানুষ তাঁকে জানতে শুরু করেন। সিনেমার পাশাপাশি দাউদ ইব্রাহিম নামক আন্ডারওয়ার্ল্ড ডনের সাথে তাঁর সম্পর্ক থাকার কারণে তিনি আলোচনার বিষয় হয়ে ওঠেন।

৭০ এবং ৮০এর দশকের অভিনেত্রী সোনা মাস্তানা মির্জা অনেক হিন্দি সিনেমাতে কাজ করেছেন। হাজি মাস্তানের সঙ্গে সম্পর্কের কারণে শিরোনামে থাকতেন সোনা। ২০১০ সালে “ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই” নামে একটি চলচ্চিত্র মুক্তি পায়, যেখানে হাজি মাস্তানের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে এবং এই দুজনের প্রেমকাহিনী নিয়েও আলোচনা করা হয়েছে।

হিনা কাউসারকে অনেক সিনেমাতে দেখা গেছে। তিনি সুপরিচিত পরিচালক আসিফের মেয়ে। ১৯৯১ সালে হিনা প্রতিটি সংবাদপত্রের শিরোনামে উপস্থিত হয়েছিলেন, কারণ তিনি ভারতের গ্যাংস্টার ইকবাল মির্চিকে বিয়ে করেছিলেন এবং তারপরে তিনি তাঁর চলচ্চিত্র ক্যারিয়ার ছেড়ে যুক্তরাজ্যে স্থায়ী হন। বর্তমান সময়ে তিনি যুক্তরাজ্যে থাকেন, কিন্তু ইকবাল তাঁর সাথে নেই, কারণ ইকবাল ২০১৩ সালে মারা যান।

মনিকা বেদি একজন খুব ভালো অভিনেত্রী এবং বর্তমান সময়েও তিনি খুব বিখ্যাত। তিনি যখন আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের সাথে সম্পর্কে ছিলেন, তখন তিনি বেশি চর্চায় ছিলেন। অনেক রিপোর্টে বলা হয় যে, তিনি আবু সালেমকে বিয়ে করেন এবং তিনি ইসলাম গ্রহণ করেন।

মমতা কুলকার্নিও খুব বিখ্যাত অভিনেত্রী ছিলেন। রিপোর্ট অনুযায়ী , দাউদ ইব্রাহিমের গ্যাংয়ের ডন ছোট রাজনের সাথে তাঁর সম্পর্ক ছিল, কিন্তু ছোট রাজন ভারত ছেড়ে চলে গেলে তাঁদের সম্পর্কের ইতি ঘটে এবং এরপর মমতা, গ্যাং মাফিয়া ভিকি গোস্বামীকে বিয়ে করেন।

]]>
জানুয়ারি মাসেই 4G পরিষেবা চালু করছে BSNL, আগস্টে লঞ্চ হবে 5G https://theindianews.org/bengali-news/bsnl-will-launched-4g-internet-very-soon/ Sun, 23 Oct 2022 07:11:16 +0000 https://theindianews.org/?p=68619 Read More »জানুয়ারি মাসেই 4G পরিষেবা চালু করছে BSNL, আগস্টে লঞ্চ হবে 5G]]> বিএসএনএলের ডবল ধামাকা অফার। আগামী ২০২৩ সালের জানুয়ারি মাসে আসতে চলেছে ৪জি পরিষেবা। বিএসএনএলের ইউজারের সংখ্যা নেহাত কমও নয় তবে বরাবরই তাঁর পরিষেবা নিয়ে গ্রাহকদের মনে থেকেছে তীব্র অসন্তোষ। এবার সেই সমস্ত অসন্তোষের মেঘ কাটিয়ে বেসরকারি সংস্থা গুলির সঙ্গে পাল্লা দিয়ে তাঁরা আনতে চলেছে ৪জি সার্ভিসটি।

একই সঙ্গে ৫জি সার্ভিসও আসতে চলেছে বলে খবর রয়েছে। সম্প্রতি রিপোর্টের মাধ্যমে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য যেখানে বলা হচ্ছে বেসরকারি সংস্থাগুলির সঙ্গে পাল্লা দিয়ে লড়তে তৈরি বিএসএনএল। তাই আর খুব বেশিদিন পিছিয়ে থাকবে না তাঁরা। যদিও এই ৪জি সার্ভিসের পরিকল্পনা নেওয়া হয়েছিল ২০২০ সাল থেকে। বিভিন্ন সময়ে তা বাধাপ্রাপ্ত হয়েছে কোন না কোন ভাবে। তবে অবশেষে ২০২৩ সালের জানুয়ারি মাসেই ফোর জি সার্ভিস রোলআউট করতে চলেছে বিএসএনএল।

আগামী বছরের আগস্ট মাসে তাঁরা ৫জি পরিষেবাও নিয়ে আসতে চলেছে বলে জানা যাচ্ছে। ইকোনমিক টাইমসের সাক্ষাৎকারে অশ্বিনী বৈষ্ণব যিনি কেন্দ্রীয় যোগাযোগ ইলেকট্রনিক্স তথ্য প্রযুক্তির মন্ত্রী বলেই পরিচিত, তিনি বলেন ৪জি নেটওয়ার্ক সারা ভারত জুড়ে চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং আগামী বছর ১৫ ই আগস্টের মধ্যেই ৫জি পরিষেবা চালু করতে চলেছে তাঁরা়। ইতিমধ্যেই ৫জি নেটওয়ার্ক স্থাপনের জন্য বিএসএনএল হাত মিলিয়েছে টিসিএস অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসও।

ইতিমধ্যেই টিসিএস সরকারি টেলিকম কোম্পানিটির জন্য মূল ৪জি প্রযুক্তি এবং রেডিও ইকুপমেন্ট ডেভেলপমেন্টেরও দেখভাল করছেন। তবে শুধুমাত্র টিসিএস নয় তাঁদের সাথে হাত মিলিয়েছেন সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স ও ভারত সরকারের টেলিকম টেকনোলজি ডেভলপাররাও। আগামী দিনে বিএসএনএল কতটা কোমর বেঁধে তৈরি তা দেখতে ব্যাকুল হয়ে রয়েছেন মানুষজন।

]]>