Skip to content

Adani Power-এর শেয়ারে বিনিয়োগকারীরা হচ্ছেন লাভবান

আরো একবার যেন মাথাচাড়া দিয়ে উঠেছে স্টক মার্কেট। স্টক মার্কেটে এখন সেলফির হিড়িক লেগেছে। কিন্তু তা সত্ত্বেও আদানি দিচ্ছেন একেবারে বিস্ময়কর রিটার্ন। এর আগে রতন টাটার শেয়ার মার্কেটও বিস্ময়কর রির্টান দিয়ে সকলকে চমকে দিয়েছেন। আদানি পাওয়ারের শেয়ার হলো ২০২২ সালে ভারতীয় স্টক মার্কেটের সেরা মাল্টিব্যগার শেয়ারমার্কেট গুলির মধ্যে অন্যতম।

আদানি পাওয়ারের শেয়ারের দাম গত পাঁচ বছরে ২৬.৮০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৫৫.৭০ টাকা যা সত্যিই অনবদ্য। আদানি গ্রিন ইন্ট্রা-ডে ডিলে ৯.১ শতাংশ বেড়ে ৫২-সপ্তাহের সর্বোচ্চ ২,৯৫১.৯০ টাকায় হয়েছিল। তবে শেষমেশ ৩.২ শতাংশ বৃদ্ধি নিয়ে ২,৭৮৯.৪০ টাকায় ক্লোজ হয়।

২০২২ সালের মে মাসে NSE- তে ৩৪৪.৫০ টাকা দাম উঠেছিল আদানি পাওয়ারের। এটাই এই শেয়ারের গত ৫২ সপ্তাহের সর্বোচ্চ ঊর্ধ্বগামী বিনিয়োগ রিটার্ন। যেভাবে শেয়ার মার্কেট গুলি রিটার্ন উত্তরোত্তর বেড়েই চলেছে, তাতে করে আগামী দিনে আপনি যদি আদানি গ্রুপ অথবা টাটা গ্রুপে বিনিয়োগ করেন তাহলে অদূর ভবিষ্যতে আপনি ভালোই লাভবান হবেন তা বোঝাই যাচ্ছে।