বর্তমানে আমরা উপার্জনের পাশাপাশি সঞ্চয় করতে ভীষণভাবে পছন্দ করি এবং সঞ্চয়ের অন্যতম একটি পদ্ধতি হলো রেকর্ডিং ডিপোজিট। প্রতিমাসে নিজের পছন্দ অনুযায়ী টাকা বিনিয়োগ করতে এবং সহজ পদ্ধতিতে সঞ্চয় করতে অনেকেই পছন্দ করেন। এটি এমন একটি বিনিয়োগ মাধ্যম যার মাধ্যমে আপনি জমা এবং বিনিয়োগের উপর ভালো রিটার্ন পাবার সুযোগ সুবিধা পান। প্রতি মাসে নিজের আয়ের একটি অংশ সঞ্চয় করতে পারেন আপনি রেকর্ডিং ডিপোজিটের দ্বারা। যদি কোন ব্যক্তি পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার হন, সে ক্ষেত্রে ওই ব্যক্তি যদি ইন্টারনেট ব্যাংকিং করতে চান তাহলে অবশ্যই অনলাইনে রেকর্ডিং ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারবেন।
আপনার যদি নেট ব্যাঙ্কিং করার সুযোগ সুবিধা না থাকে তাহলে নিকটবর্তী পোস্ট অফিস শাখায় গিয়ে আপনাকে প্রথমে আবেদন করতে হবে। ইন্টারনেট ব্যাংকিং সম্পর্কে বিবরণ পাওয়ার পর এদিকে রেজিস্টার এবং সক্রিয় করতে হবে আপনাকে। চলুন জেনে নেওয়া যাক অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে কি কি করতে হবে।
অনলাইনে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলার জন্য মোবাইল ডিভাইসে ইন্সটল করতে হবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাপটি। এই অ্যাপটির সাহায্যে অনলাইন রেকর্ডিং ডিপোজিট পেমেন্টও করতে পারবেন আপনি। এছাড়া নিকটবর্তী পোস্ট অফিস শাখায় গিয়ে রেকর্ডিং ডিপোজিট অ্যাকাউন্ট-এর জন্য আবেদন করতে পারবেন আপনি। পোস্ট অফিস শাখাতে একটি ফর্ম পূরণ করে তার সঙ্গে জমা দিতে হবে কেওয়াইসি নথি এবং ডিপোজিট স্লিপ।
অনলাইনে রেকর্ডিং ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে গেলে প্রথমে আপনাকে IPPB অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, যেটি হল https://ebanking. indiapost.gov.in. এরপর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তারপর হোম পেজ মেনুতে জেনারেল সার্ভিস ট্যাবে গিয়ে ক্লিক করতে হবে এবং এরপর সার্ভিস রিকুয়েস্ট এ গিয়ে ক্লিক করতে হবে।
সার্ভিস রিকুয়েস্ট বিভাগের অধীনে নিউ রিকুয়েস্ট ট্যাবে ক্লিক করলে দেখা যাবে একাধিক বিকল্প,তার মধ্যে আরডি অ্যাকাউন্টস অপশনে গিয়ে খুলতে হবে আইডি অ্যাকাউন্ট।
এরপর খুলে যাবে একটি নতুন উইন্ডো যেখানে জিজ্ঞেস করা হবে আপনাদের সমস্ত বিবরণ। সমস্ত বিবরণ লিখে সাবমিট করলে পরের পাতা খুলে যাবে। পরবর্তী বিষয় ভালো করে বিশদ বিবরণ গুলি যাচাই করে নিতে হবে সবশেষে লেনদেন পাসওয়ার্ড সেট করে নিলেই আপনার আরডি অ্যাকাউন্ট খুলে যাবে।