Skip to content

অযোধ্যা মামলায় ধমকি দেওয়া জিহাদীর ওপর রেগে গিয়ে যোগীজি বললেন ” ভুল করেও এটা করার কথা ভেবো না নাহলে এর পরিনাম ..

এইসময় সকল রাজনৈতিক পার্টিগুলো লোকসভার ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সকলেই  নিজের নিজের প্রচার নিয়ে ব্যাস্ত।আর এমতাবস্থায় অন্যান্য দলের তুলনায়  বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে , এতে কংগ্রেস সহিত অন্যান্য বিপক্ষ দলগুলি বিজেপি নেতা নরেন্দ্র মোদীজি কে হারানোর প্রচেষ্টা অনবরত করেই চলছে। আপনারা এটা জেনে থাকবেন যে, বিজেপি দলে মোদিজী ছাড়াও এমন অনেক নেতা আছে ,যারা কোনো না কোনো ভাবে জনতার মন জয় করে নিয়েছে। আর এটাতে প্রধানমন্ত্রী মোদি প্রথম স্থানে থাকলেও তার পরের স্থানে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর যিনি ফায়ার ব্র্যান্ড নেতা নামেও পরিচিত।

কিছুদিন আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এমন কিছু বলেছিলেন, যেটার ধমক প্রান্তদেশ পর্যন্ত শোনা যায়। যেমন বলা হচ্ছে, জাইশ-এ-মোহাম্মদ নামে ক্ষুব্ধ সংগঠনের প্রধান মাসুদ আজহার একটি অডিও টেপ প্রকাশ করেছেন, যেখানে তিনি রাম মন্দিরের উপর  এমন কিছু বলেন, যেটি শুনে সমগ্র ভারতবাসীর মনে তার বিরুদ্ধে প্রবল ক্ষোভ জেগেছে । সেই অডিও টেপটিতে মাসুদ আজহার বলেছে, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করা  হলে,  তাদের যোদ্ধারা ভারতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করবে।কোনো শত্রু রাম মন্দিরকে নিয়ে এমন ধমকি দেবে ,আর ভারতীয়রা তাদের উপযুক্ত জবাব দেবে না এটা তো সম্ভব নয়। আপনাদের জানিয়ে দিই , যখন এই মামলাটি  ইউপি এর সিএম যোগী আদিত্যনাথ এর কাছে পৌঁছালো  তখন তিনি বললেন,”লুকিয়ে এই কথাগুলো বলে কোনো লাভ নেই ,যদি দম থেকে থাকে তাহলে সবার সামনে এসে  বলো”। সিএম যোগীরাজ এখানেই থেমে থাকলেন না।

তিনি খোলা মঞ্চে বললেন, মনে হচ্ছে এবার সার্জিক্যাল স্ট্রাইক হবে , যেটা সোজাসুজি ভাবে, মসুদ  আজহার এর উপরি  জারি করা হবে। সেইসঙ্গে তিনি জোর গলায় বললেন, দেশের অথবা দেশের মানুষ দের নিয়ে কেও খারাপ কিছু বলে অথবা খারাপ কোনো ভাবনাচিন্তা রাখলে তাকে উচিত শাস্তি দেওয়া হবে। আপনাদের জানিয়ে দি, যোগিরাজ  যখন  সাহসিকতার সাথে এই মহম্মদ এর ধমকির জবাব দিলেন,তখন থেকেই  সমগ্র দেশজুড়ে সিএম এর জয় জয়কার হতে লাগলো।জয় জয় কার হওয়াও স্বাভাবিক কারণ ,এতদিন ভারত কেবল কথাই জবাব দিত কিন্তু এখন ভারত আর আগের মতো নেই ,এখনকার ভারত  তার শত্রুকে উপযুক্ত জবাব দিতে এবং তার মোকাবিলা করতেও জানে। এখনকার ভারত শত্রু দমনে সর্বদা তৎপর।