19 অক্টোবর অর্থাৎ শুক্রবার রাতে অমৃতসরের মানাওয়ালা এবং ফিরোজ পুর স্টেশন এর মাঝে এক মর্মান্তিক রেল দুর্ঘটনা ঘটে গেল। দাশেরার সন্ধ্যায় রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় 61 জন মানুষের, আহত হয়েছে প্রায় 150 জনের মত। কিন্তু প্রশ্ন উঠছে কীভাবে হলো এই মর্মান্তিক দুর্ঘটনা? দোষারোপ পাল্টা দোষারোপ চলছে এ দুর্ঘটনা কে কেন্দ্র করে।কিন্তু প্রত্যক্ষদর্শীরা কী বলছেন তা থেকেই অনুমান করা হয়েছে কীভাবে হলো এই দুর্ঘটনা। তাদের বক্তব্য থেকে অনুমান করা হচ্ছে কীভাবে হলো এই দুর্ঘটনা এবং আসল দায়ী কে।
এক সর্ব ভারতীয় গণমাধ্যমে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য তুলে ধরা হয়েছে।
লোকো পাইলট বলছেন,সামনে কিছু দেখা যাচ্ছিল না ঘটায় ধোঁয়ায় ভর্তি ছিল এছাড়াও তিনি বলেন আমি সবুজ সিগনাল পেয়েছিলাম।
এক প্রত্যক্ষদর্শী দাবি সামনে কোন বেরিকেড ছিলনা রেললাইনে দু পাশে। ট্রেন চলে যাবার পর মনে হচ্ছিল রক্তের ফোয়ারা উঠছে।
এক পিতার দাবি,দশেরা দেখতে এসছিল আমার পুত্র। এখন তার মৃতদেহ শনাক্ত করতে যেতে হচ্ছে। একজন বলছেন দশেরা 7:10 এ হওয়ার কথা ছিল যদি ঠিক সময় হতো তাহলে এতো বড় মর্মান্তিক দুর্ঘটনা ঘটতো না।
আর একজনে দাবি পুলিশের একটি এলার্ম এর ব্যবস্থা করা উচিত ছিল। গত বছরের মতো এ বছরও ট্রেনের গতি কমানোর মতো কোনো ব্যবস্থা ছিল না।
দুর্ঘটনার পর রেলমন্ত্রী মনোজ সিংহ শুক্রবার রাতেই ঘটনাস্থলে পৌঁছন দেখতে যান পরিস্থিতি। এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রী ও টুইট করে সমবেদনা প্রকাশ করেছেন।