বিয়ে করে সুন্দর সংসার করার স্বপ্ন থাকে সকলের। আর আমাদের সমাজে বিশেষত হিন্দুশাস্ত্রে বিবাহ সবচেয়ে পবিত্র অনুষ্ঠান। বিয়ে মানে কেবলমাত্র দুটি মানুষের মিলনই নয়, পাশাপাশি দুটি পরিবারকে একত্রিত করা হয় বিয়ে নামক সামাজিক নিয়মের মধ্য দিয়ে৷
হিন্দুশাস্ত্র মতে বিয়ের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়মকানুন মানতে হয়৷ কারণ এমনটাই বিশ্বাস, যে সমস্ত নিয়মকানুন সঠিকভাবে মেনে বিয়ে করলে দাম্পত্য জীবন সুখের হয়। আসলে বিবাহিত জীবন সুখের হয় সংসারে মানসিক শান্তি থাকলে। তাই মানসিক মিল তখনই সম্ভব যখন ছেলে-মেয়ে দুজনের মনের মিল হবে৷ তাই বিবাহের পূর্বে যোটক বিচার করান অনেকেই। রাশি মিলিয়ে দেখেন৷ দেখে নেওয়া যাক শাস্ত্র কী বলছে কোন রাশির সঙ্গে কোন রাশির একদমই মিল থাকে না এবং এদের বিয়ে করাও উচিত নয়।
১) মেষ রাশি
এই রাশির জাতক-জাতিকারা সাহসী ও স্বাধীনচেতা। তাই মেষ রাশির সঙ্গে বৃষ রাশির জাতক-জাতিকাদের বিয়ে করা উচিত নয়।
২) বৃষ রাশি
বৃষ রাশির জাতকরা খুব সৎ হয়, বাস্তববাদী হয় এবং নিজের লক্ষ্যে স্থির থাকে। তাই বৃষ রাশির জন্য ধনু রাশির বিবাহ একেবারেই অযোগ্য।
৩) মিথুন রাশি
মিথুন রাশির জাতকরা বিশ্বস্ত। সেইসাথে খুব মজাদার হয়। এদের বিপরীত মকর রাশি। তাই মিথুন আর মকর এই দু’টি রাশির বিবাহ শুভ নয়৷
৪) কর্কট রাশি
কর্কট রাশির জাতকরা খুব আবেগপ্রবণ,যত্ন করে খেয়াল রাখে। এদের সঙ্গে কুম্ভ রাশির একদমই মেলে না।
৫) সিংহ রাশি
সিংহ রাশির জাতকরা আত্মবিশ্বাসী। এরা মানসিক দিক থেকে খুবই শক্তিশালী হয়। তাই সিংহ রাশির জাতক-জাতিকাদের সঙ্গে বৃশ্চিক রাশির বিয়ে করা উচিত নয়।
এখন বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে বেছে নিতে পারবেন পছন্দ মতো সিট, নয়া অ্যাপ WBTC এর
৬) কন্যা রাশি
এরা অন্যের প্রতি খুব কেয়ারিং এবং হেল্পফুল হয়। তাই কন্যার সঙ্গে ধনু রাশির একদমই মেলে না।
৭) তুলা রাশি
তুলা রাশির জাতকরা চঞ্চল প্রকৃতির হয়। ভাবনা চিন্ত করে না৷ এরা নিজেকে নিয়ে ভাবতে বেশি পছন্দ করে। এই রাশির সঙ্গে কন্যা রাশির মিল হয় না।
৮) বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকরা বিশ্বাসযোগ্য হয়। এরা নরম মনের মানুষ পছন্দ করে। তাই বৃশ্চিক রাশির সঙ্গে মেষ রাশির মিল হয় না৷
৯) ধনু রাশি
ধনুর সঙ্গে বৃষ রাশির বিয়ের কথা ভাবাই উচিত নয়। কারণ এরা সম্পূর্ণ বিপরীত।
১০) মকর রাশি
এই রাশির জাতকরা সৎ, উচ্চাকাঙ্ক্ষী হয়। এরা এমন ব্যক্তিকে জীবনসঙ্গী হিসেবে চায় যে তার স্বপ্নপূরণে সহায়তা করবে। তাই মিথুন রাশির সঙ্গে এদের মেলে না৷ কারণ বেশিরভাগ সময় এদের মধ্যে বোঝাপড়া থাকে না৷
১১) কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকার সঙ্গে কর্কট রাশির বিয়ে না হওয়া ভালো৷
১২) মীন রাশি
এরা জন্মগত রোম্যান্টিক। মীন রাশির সঙ্গে কন্যা রাশির একদমই মেলে না।