Skip to content

আপনিও কী ভাবছেন এবার পূজোতে বাইক কিনবেন,তাহলে এই পোস্টটি আপনারই জন্য…

পূজোতে বাইক কিনতে চান তাহলে আপনাদের জন্য হিরো নতুন বাইক বাজারে নিয়ে আসতে চলেছে। ‘এক্সট্রিম 200 আর’ নামে এই নতুন বাইকটিতে অনেক অত্যাধুনিক ফিচার এনেছে হিরো। 200 সিসির সমস্ত বাইকের মধ্যে এই বাইকটি চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেবে বলে হিরোর তরফ থেকে জানানো হয়েছে। 18 বিএইচপি ক্ষমতা সম্পন্ন এই বাইকটিতে রয়েছে দূরন্ত পিকআপ, মাএ 4.3 সেকেন্ডে 0 থেকে 60 কিমি প্রতি ঘন্টায় দৌড়াতে সক্ষম এই বাইকটি। অনেক অত্যাধুনিক প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে এই বাইকটিতে।

প্রস্তুতকারক দের তরফ থেকে জানানো হয়েছে এক্স শোরুমে এই বাইকটির দাম প্রায় 90 হাজার টাকার আশেপাশে হবে।প্রতি বছরেই পুজোর সময় নতুন বাইক কেনার আগ্রহ দেখা যায় অনেক বাইক প্রেমীদের মধ্যে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে হিরো এই নতুন বাইকটি বার করতে চলেছে। হিরোর তরফ থেকে জানানো হয়েছে এই বাইকটির বুকিং জোর কদমে চলছে।আসা করা যাচ্ছে এই বাইকটি বাইক প্রেমীদের মনে ঘর করে নিবে।