পশ্চিমবঙ্গ কো -অপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে একাধিক ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷ আগামী ১১ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। যোগ্যতা নূন্যতম মাধ্যমিক পাশ। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে করতে পারবেন আবেদন।
১. ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্রাফটস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড: অ্যাসিস্ট্যান্ট পদে মোট শূন্যপদ ৪টি। এক্ষেত্রে প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা কোর্স পাশ করা থাকতে হবে। বেতন: ২২, ১০০ টাকা।
২. ঢাকুরিয়া কো -অপারেটিভ ব্যাংক লিমিটেড এ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে মোট শূন্যপদ ২ টি। ৬৫ % নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ অথবা ৬০ % নম্বর নিয়ে গ্রাজুয়েশন পাশ করতে হবে৷ বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে৷ বেতন: ২০, ৬৬৮ টাকা।
৩. পুরুলিয়া সেন্ট্রাল কো -অপারেটিভ ব্যাংক লিমিটেড এর অ্যাসিস্ট্যান্ট গ্রেড-১ পদে মোট শূন্যপদ ৬ টি। যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাশ করলেই আবেদন করতে পারবেন। বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে৷ বেতন: ১৭,৮৬৬ টাকা।
৪. ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্রাফটস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে শূন্যপদ ৩টি। কমার্স নিয়ে গ্রাজুয়েশন পাশ সেই সাথে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা কোর্স পাশ এবং ট্যালি সম্পর্কে জ্ঞান থাকলে আবেদন করতে পারবেন৷ বেতন: ২৯,৪৫৮ টাকা।
ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য কমার্স বিষয়ে গ্রাজুয়েশন পাশ থাকতে হবে। কম্পিউটার এপ্লিকেশন বিষয়ে জ্ঞান থাকতে হবে। বেতন: ২৫, ৯২৪ টাকা।
৬. নর্থ চব্বিশ পরগনা কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভলপমেন্ট ব্যাংক লিমিটেড এর সুপারভাইজার(গ্ৰুপ সি), পদের জন্য কেবল পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। শূন্যপদ ৩ টি। মাধ্যমিক পাশ হতে হবে৷ বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। বেতন: ১২, ৬৮৩ টাকা।
ফেব্রুয়ারি মাসে গ্যাস সিলিন্ডারে কত সাবসিডি মিলবে, এখন বাড়িতে বসেই জেনে নিন
৭. সমতা কো-অপারেটিভ ডেভলপমেন্ট ব্যাংক লিমিটেড এর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এর শূন্যপদ ২ টি। B.TECH/ যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাশ(কমার্স হলে অগ্রাধিকার) এবং বেসিক কম্পিউটার নলেজ এবং ব্যাঙ্কে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে বেতন: ৩০,২৮৮ টাকা।
আবেদন করার জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম মত ছাড় পাবেন। আবেদন করতে হবে অনলাইনে। ওয়েস্ট বেঙ্গল কো -অপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.webcsc.org তে ১১ মার্চ, ২০২১ এর মধ্যে আবেদন করতে হবে৷