Skip to content

আপনি কী জানেন ভোডাফোন আইডিয়ার মিলিত নাম কী? জানতে পড়ুন..

জিও কে টেক্কা দেবার জন্য সম্প্রতি আইডিয়া সেলুলার এবং ভোডাফোন ইন্ডিয়া একসাথে মিলিত সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রায় 408 মিলিয়ন গ্রাহকসহ ভারতের সবচেয়ে বৃহওম টেলিকম প্রদানকারী সংস্থা তৈরি করেছে।
বিডিনিউজ টোয়েনটিফোর ডটকম / এমএইচ /এমএইচ /এমএইচ /এমএইচ / এমএইচ / এমএইচ / এমএলএম এই চুক্তির ফলে সারা ভারতে 23.2 শতাংশ শেয়ার থাকবে।তিনি বলেন যে, ভোডাফোন এবং আইডিয়া দুই অব্যাহত থাকবে। এর ফলে ভারতের টেলিকম মার্কেটে জিওর সাথে সমান ভাবে টেক্কা দেবে।

ভোডাফোন ও আইডিয়া একসাথে হবার ফলে গ্রাহকেরা অনেক সুবিধা পাবে, অনুমান করা হচ্ছে এরফলে যাবতীয় যে ভোডাফোন আর আইডিয়া রা যে প্ল্যান গুলি রয়েছে ও গুলোর দাম আরো কম করা হতে পারে,ইন্টারনেট সংযোগের যা  স্পীড দেয়া হয় তা আরো বৃদ্ধি পেতে পারে। আর যে সব জায়গায় গুলোতে নেটওয়ার্ক পরিষেবা অনুন্নত সে গুলোকে উন্নত করা হবে ,যাতে এর গ্রাহকেরা আরো ভালো পরিষেবা উপভোগ করতে পারে।