Skip to content

বিরাট কোহলি গড়ে তুললেন আরো একটি নতুন রেকর্ড, যা শুনে আপনিও বলবেন…

আবার নতুন রেকর্ড ছুয়ে দিলেন ইন্ডিয়ান ক্যাপটেন বিরাট কোহলি।অস্ট্রেলিয়ান প্লেয়ার ডন ব্যাডম্যানের পর এবার ইন্ডিয়ান প্লেয়ার হিসাবে বিরাট কোহলি প্রথম প্লেয়ার যিনি দ্রুততম 24 টি শত রান করলেন মাত্র 123 টি টেস্ট ম্যাচে।গুজরাটের রাজকোটে উইন্ডিজ সঙ্গে হয়ে হওয়া প্রথম টেস্ট ক্রিকেটে তিনি গোড়লেন তার এই নতুন রেকর্ড। এই ম্যাচে তিনি করেছেন ১৩৯ রান ২৩০ টি বল খেলে।এর আগে ইন্ডিয়ান প্লেয়ার হিসাবে শচীন টেন্ডুলকার পূর্ণ করেছিলেন তার 24 টি শতরান মাত্র 125 টি টেস্ট ম্যাচ খেলে।তারপর একটি গড়ে তোলা নতুন রেকর্ড নিয়ে চলছে তাকে সাফল্যের শীর্ষে।

আসুন দেখে নেয়া যাক দ্রুততম ২৪টি শতরান লিস্টে আর কে কে আছে-
ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া)-৬৬
বিরাট কহলি (ইন্ডিয়া)-১২৩
শচীন টেন্ডুলকার (ইন্ডিয়া)-১২৫
সুনীল গাভাস্কার (ইন্ডিয়া)-১২৮

২০১৮ টি এখনো পর্যন্ত তার জন্য খুবই সাফল্যের একটি বছর ঘটতে চলেছে, এই নিয়ে এখনো পর্যন্ত তিনি চারটি শতরান পূর্ণ করলেন।এর আগে হওয়া ইংল্যান্ডের সাথে টেস্ট সফরে তিনি ছিলেন সর্বোচ্চ রান স্কোরার ৫৯৩, যার মধ্যে ছিল ২টি শতরান এবং ৪টি অর্ধশতরান।