সম্প্রতি কয়েকটি মিডিয়ার রিপোর্টে জানানো হয়েছে কিছু কিছু হার্ডওয়েরে থাকছে গোপন চিপ। এই চিপ হার্ডওয়ারে থাকার ফলে গ্রাহকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়ে যাচ্ছে। এবার সুপার মাইক্রো কম্পিউটার হার্ডওয়ার প্রস্তুতকারক সংস্থাগুলি খোঁজার কাজ চালু করবে বলে জানিয়েছেন তারা। তবে সুপার মাইক্রোকম্পিউটার তরফ থেকে জানানো হয়েছে,’হার্ডওয়ারের কোন গোপন চিপ এর প্রমাণ না পাওয়া গেলও তারা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মাধ্যমে চিপ খোঁজার কাজ শুরু করবে।’ গত 8 ই অক্টোবর এক গবেষণার মধ্যে জানা গেছে তিন গোয়েন্দা গিরি জন্য হার্ডওয়ার এর মধ্যেই এই চিপ গুলি সেট করে দিচ্ছে।
এতে গ্রাহকরা কি করছে না করছে সমস্ত খবর চীন পেয়ে যাচ্ছে। বিশেষ করে অ্যাপেল অ্যামাজন সহ আরও 30 টি কোম্পানি এই চিপ ব্যবহার করছে। এই চিপ থেকে সমস্ত তথ্য বেজিংয়ে পৌঁছে যাচ্ছে।যদিও সুপার মাইক্রোকম্পিউটার তরফ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। এক রিপোর্টে জানা গিয়েছে 2015 সালে সুপার মাইক্রো মাদারবোর্ডে এই ধরনের চিপ এর সন্ধান পেয়েছিল অ্যাপেল। পরে অ্যামাজন এর প্রোডাক্ট এর ভেতরেও এই ধরনের চিপ এর সন্ধান পাওয়া যায়। যদিও অ্যাপেল এবং এমাজন এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। অ্যাপেলের CEO টিম কুক এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন।