Skip to content

বাজারে আসতে চলেছে সস্তায় স্মার্টফোন।

Realme 1 এর সফলতার পর realme এর তরফ থেকে realme 2 লঞ্চ করা হবে । এই ফোনটির দুটি ভেরিয়েন্ট বর্তমানে উপস্থিত থাকবে এর মধ্যে 3gb ram এবং 32 gb storage এই ভেরিয়েন্ট এর প্রাইজ 8999 এবং দ্বিতীয় ভেরিয়েন্ট 4gb ram এবং 64 gb storage এর প্রাইজ 10999। এই ফোনটির প্রথম সেল 4 সেপ্টেম্বর ফ্লিপকার্টে হতে চলেছে। এই ফার্স্ট সেল এ এই ফোনটির price drop হবে প্রথম ভেরিয়েন্টির দাম হতে চলেছে 8,240 এবং হায়ার ভেরিয়েন্টির দাম হবে 10,240। এই স্মার্টফোনটি এই বাজেটের মধ্যে তার জায়গা করে নেবে বলে আশা করা যাচ্ছে। ফোনটির মধ্যে কিছু দুর্ধর্ষ স্পেসিফিকেশন দেওয়া হয়েছে ।। ফোনটির মধ্যে snapdragon 450 ,1.8 gz এর চিপসেট ব্যবহার করা হয়েছে যা adrino 506 gpu। ফোনটি ডিসপ্লের কথা বলতে গেলে এতে 6.2″ এর ips hd ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটির মধ্যে nach এবং রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উভয় অবস্থিত যা realme 1 এ দেখা যায়নি । এই ফোনটি দুটি variant দেখা যাবে একটি 3gb ram এবং 32gb storage সাথে আসবে এবং দ্বিতীয়টি 4gb ram এবং 64 gb storage এর সাথে লঞ্চ হয়েছে। ফোনটির মধ্যে 4230 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটির ডুয়েল 4g সাপোর্ট করে এবং হাইব্রিড সিম স্লট এতে ব্যবহার করা হয়েছে ।

realme 2 এর পেছনে 13 +2 mp এর ডুয়াল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এলইডি ফ্ল্যাশ এর সাথে এবং সামনে 8mp এর ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই দুর্দান্ত স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ওরিও সাথে লঞ্চ করা হয়েছে। এখানে কোম্পানি থেকে জানানো হয়েছে যে realme 2 realme 1 এর সাকসেশন নয় এইটি নিজের বাজেটে একটি দুর্দান্ত ফোন তাই রিয়েল মি ওয়ান এর সাথে এর compair করার মানে দাড়ায় না এখানে company থেকে জানানো হয়েছে যে realme 2 pro নামে একটি স্মার্টফোন realme 1 এর successor হিসেবে লঞ্চ করা হবে।