Skip to content

মধ্যবিত্তদের জন্য দুঃসংবাদ! আবার বাড়তে চলেছে টিভি-ফ্রিজ-মোবাইল এর দাম…

নতুন বাজেট প্রকাশের আগেই বাড়ছে গৃহস্থালির electronics-gadgets এর দাম বাড়ছে৷ সবজি কাঁচামালের দাম এমনিতেই আকাশছোঁয়া। মূল্যবৃদ্ধির বাজারে এবার ইলেকট্রনিক্স মোবাইল এবং ভোগ্য পণ্যের উৎপাদন ক্ষেত্রে দাম বাড়ছে। উৎপাদন ক্ষেত্রে প্রয়োজনীয় কাঁচামালের যোগানে ঘাটতি থাকায় এই মাস থেকে ওয়াশিং মেশিন টিভি, মোবাইল ফোন, ফ্রিজ সব কিছুরই দাম বাড়তে চলেছে।

eAirtec 81 cm HD Ready LED TV 32DJ: Amazon.in: Electronics

 

করোনা আবহে লকডাউন থাকায় বিদেশ থেকে বিভিন্ন যন্ত্রপাতি আমদানি করা অসুবিধা দেখা দিয়েছে। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির বাজারে ধাক্কা খেয়েছে উৎপাদন শিল্প। গত এক বছরে দেশীয় বাজারে অ্যালুমিনিয়াম ধাতুর দাম বেড়েছে প্রায় 5 থেকে 10%। অপরিশোধিত তেলের দাম প্রায় 16 থেকে 18 শতাংশ বেড়ে গেছে৷

The best phone to buy right now (2019) - The Verge

 

আগামী নির্বাচনেও সরকার থাকবে, আত্মবিশ্বাসী মমতার একগুচ্ছ প্রতিশ্রুতি রাণীগঞ্জের সভা থেকে

এই বছরেই মোবাইল ফোনের দাম বেড়েছে তিনবার৷ থাইল্যান্ড ভিয়েতনাম থেকে ভারতে যন্ত্রাংশ আমদানির উপর জারি হয়েছে কড়া নিয়ন্ত্রণ। লকডাউনে বাজারে চাহিদা কম থাকলেও গত মাস ধরে উৎসবের মরশুমে ভারতের বাজারে মোবাইল ফোনের চাহিদা বেড়েছে। চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে উৎপাদক সংস্থাগুলো। তাই এই মূল্যবৃদ্ধি বলে জানা গিয়েছে।