Skip to content

পুতিনের ওপর অভিযোগের তীর ছুড়লেন ট্রাম্প। বললেন অনেকেই গোপনে হত্যা করেছেন পুতিন।

পুতিনের ওপর অভিযোগের তীর ছুড়লেন ট্রাম্প। সেরগেই স্ক্রিপাল হত্যাকাণ্ডে রাশিয়ার হাত রয়েছে বলে আগেই জানিয়েছিলেন রাশিয়া এবার রাশিয়ার এই মন্তব্যকে সায় দিলেন আমেরিকা।রবিবার আমেরিকার সিবিএস নামক একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প উত্তরে বলেন এই হত্যাকাণ্ডের পেছনে সরাসরি পুতিনের হাত রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এরকম বক্তব্যে তোলপাড় হল সারা বিশ্ব।সাংবাদিক লেসলি ট্রাম্প কে জিজ্ঞাসা করেন, এই হত্যাকাণ্ডে পুতিন জড়িত কিনা? এই সাংবাদিক এ প্রশ্নের উত্তরে ট্রাম বলেন, “সম্ভবত তাই তবে এই ঘটনা তো আমাদের দেশে ঘটেনি।”

তারপরও সাংবাদিক বলেন এটা করা উচিত হয়নি।এই সাংবাদিকের সাথে একমত হন ট্রাম্প বলেন রাশিয়ার এরকম নির্দেশ দেওয়া একেবারেই উচিৎ হয়নি।
2016 সালে আমেরিকার নির্বাচন এবং তাতে পুতিনের প্রভাব খাটানোর ঘটনাটিও সামনে আসে আনেন এবং এর সাথে একমত হন ডোনাল্ড ট্রাম্প।