বিধানসভা ভোটের আগে মতুয়া সমাজের জনসমর্থন আদায়ের চেষ্টায় তৃণমূল। রানাঘাটের সভা থেকে সোমবার মতুয়াদের পাশে থাকার বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একইসসঙ্গে NPR, NRC নিয়ে ফের বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো। মতুয়া সমাজকে ভরসা দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, ‘‘মতুয়ারা সবাই নাগরিক, কেউ তাঁদের নাগরিকত্ব কাড়তে পারবে না।’’
২০১৯ সালের লোকসভা ভোটে বাংলায় বেশ অনেকটাই সাফল্য লাভ করেছিল বিজেপি। তৃণমূলের মতুয়া ভোটব্যাঙ্কে থাবা বসিয়েছিল গেরুয়া-শিবির। রানাঘাট লোকসভা কেন্দ্রে মতুয়াদের যথেষ্ট প্রভাব রয়েছে। লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্রের অধীনে মোট সাতটি বিধানসভা কেন্দ্রের ছ’টিতেই এগিয়েছিল বিজেপি। বিধানসভা ভোটের আগে তাই মতুয়াদের আরও চেষ্টায় জোরদার তৎপরতা দেখা গিয়েছে শাসক-শিবিরে।
রানাঘাটের হবিবপুরে দলীয় সভায় মতুয়াদের পক্ষে সওয়াল করতে গিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘‘মতুয়ারা সবাই নাগরিক, কেউ তাঁদের নাগরিকত্ব কাড়তে পারবে না। বাংলায় NRC, NPR করতে দেব না। নদিয়ায় ৫ হাজার উদ্বাস্তু পরিবারকে পাট্টা দেওয়া হবে।’’ ভোটের স্বার্থে মতুয়াদের বিজেপি ভুল বোঝাচ্ছে বলে এদিনের সভা থেকে অভিযোগ করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নতুন বছরে Jio, Airtel, Vodafone-এর আর্কষণীয় অফার গুলি সম্পর্কে এখনই জেনে নিন
বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বাংলার মেরুদণ্ড ভাঙতে দেব না। মিথ্যা বলার জুড়ি নেই বিজেপির। এরই পাশাপাশি কর্মসংস্থান ইস্যুতেও বিজেপিকে তুলোধনা করেন মমতা। তিনি বলেন, ‘‘ভোট এলেই চাকরি দেওয়ার কথা বলে বিজেপি। বাংলা বাংলার মতো থাকবে। বাংলাকে বেচতে দেব না। বিজেপি থাকলে ছিয়াত্তরের মন্বন্তর ফিরে আসবে।’’
অন্যদিকে বিধানসভা নির্বাচনের আগে মতুয়াদের পক্ষে সরব গলা বিজেপিও। ঠাকুরনগরের বাড়িতে ক্রমাগত আনাগোনা লেগে রয়েছে গেরুয়া শিবিরের নেতাদের।