ফের কমল তাপমাত্রা (winter)। সকালে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন শহরের তাপমাত্রার পারদ নিম্নমুখী৷ সেইসঙ্গে রয়েছে কুয়াশার দাপট৷ পশ্চিমী ঝঞ্ঝা জম্মু ও কাশ্মীর থেকে তা ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। উত্তরভারতে উত্তর পশ্চিম বায়ুর প্রবল দাপট আগামী দু থেকে তিনদিন থাকবে। উত্তর প্রদেশের কোনও কোনও জায়গায় কোল্ড ডে থেকে সিভিয়ার কোল্ড ডে হতে পারে৷ আগামী দুদিন কোল্ড ওয়েভ থেকে সিভিয়ার কোল্ড ওয়েভ তৈরি হতে পারে পঞ্জাবের কিছু জায়গায়, হরিয়ানা উত্তর রাজস্থান এবং চণ্ডীগড়ে।
আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। বৃষ্টির সম্ভাবনা নেই৷ তবে আগামী ৪৮ ঘন্টায় জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদহে এবং দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশা দেখা দিতে পারে। যার জেরে দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর৷
আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিত রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। আগামীকাল কোনও কোনও জায়গায় হালকা কুয়াশা দেখা দিতে পারে। ঘন কুয়াশা দেখা দিতে পারে উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়৷
বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)। আগের দিনের তাপমাত্রা বন্ধনীর ভেতর উল্লেখ করা হল
আসানসোল ১২.৫ (১৩.৬ )
বালুরঘাট ১০.৪
ক্যানিং ১৬.৬ (১৫.৪)
কোচবিহার ১১.৭ (৮.৭)
দার্জিলিং ৩.৪ (৩.৪)
দিঘা ১৭. ৩ (১৯.৭)
কলকাতা ১৫.৬ (১৬.৬)
বাঁকুড়া ১২.১ ( ১৫.২)
ব্যারাকপুর ১৫.৮ (১৪.৬)
বহরমপুর ১৩ (১৪)
বর্ধমান ১৩.২ (১৪)
মালদহ ১২.২ (১১.৪)
পানাগড় ১১ (১১.৯)
পুরুলিয়া ১১.১ (১৫.৩)
শিলিগুড়ি ১০.৬ (৮.৮)
শ্রীনিকেতন ১০.৭ (১৩.৫)