Skip to content

এখনই শেষ হচ্ছে না বৃষ্টির তান্ডবলীলা! আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলাতে প্রবল বর্ষণের পূর্বাভাস, তালিকায় রয়েছে

মধ্যপ্রদেশের উপর একটি নিম্নচাপ রেখা অবস্থান করছে। তার উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এগুলির জেরে ভারতের বিভিন্ন রাজ্যে প্রবল বর্ষণের সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। আর এরমধ্যে মৌসুমী অক্ষ রেখার অবস্থান করার জন্য পশ্চিমবঙ্গে ভ্যাপসা গরমের পাশাপাশি বৃষ্টির ঠান্ডা হাওয়া ও রয়েছে। এখন আমরা পশ্চিমবঙ্গের কয়েক দিনের আবহাওয়ার তথ্য জেনে নেব।

১০ আগস্ট থেকে প্রবল বর্ষণের সম্ভাবনা

আগামী ১০ আগস্ট থেকে উত্তরাখান্ড হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশের উত্তর অংশসহ ভারতের একাধিক জায়গায় প্রবল বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। মোটা ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গেও আগামী ১০ আগস্ট থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিহার ঝাড়খন্ড এবং সিকিমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া

হিমালয় সংলগ্ন জেলায এবং উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পূর্ব উত্তর প্রদেশ হিমালয়ের পাদদেশের কাছে অবস্থান করা পশ্চিমবঙ্গের রাজ্য গুলিতে ১০ থেকে ১১ আগস্ট ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। এর সাথে সিকিমেও ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি বিভিন্ন জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারে দার্জিলিং ও কালিম্পং বৃষ্টি হতে পারে। আর সামনের মঙ্গলবার হিমালয়ের সংলগ্ন তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া

দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস–

রবিবার সকাল থেকেই আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে।উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া এবং নদীয়ার কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সোমবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই।আবহাওয়া

বজ্রপাতে মৃত্যুর খবর

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত থেকে হালকা বৃষ্টির সাথে বজ্রপাত ঘটেছে। শনিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান এবং নন্দীগ্রামে বজ্রপাতের কারণে চারজনের মৃত্যু হয়েছে। সোমবার মৃতদের পরিবারের হাতে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ তুলে দেওয়ার হবে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।

মধ্যপ্রদেশের নিম্নচাপ–

মধ্যপ্রদেশের ওপর নিম্নচাপ রেখা কয়েকদিন ধরেই অবস্থান করছে। এরই জেরে কয়েক সপ্তাহ ধরে পূর্ব ও উত্তর থাকে প্রবল বৃষ্টি দেখা গেছে। এর মধ্যে ওই রাজ্যের ২৩ টি জেলাকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরমধ্যে ১৭ টি জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। বিকানের, জয়পুর হয়ে মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে ডালটনগঞ্জ, দিঘা হয়ে পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়েছে যা উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে গিয়ে থেমেছে। বে সেই নিম্নচাপ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে বলে খবর।আবহাওয়া

উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের তাপমাত্রা সমূহ

আসানসোল তাপমাত্রা ২৬.৩

বালুরঘাটের তাপমাত্রা ২৬.০

বাঁকুড়ার তাপমাত্রা ২৬.২

ব্যারাকপুরের তাপমাত্রা ২৫.২

বর্ধমানের তাপমাত্রা ২৫.৪

ক্যানিং-এর তাপমাত্রা২৪.৬

দার্জিলিংয়ের তাপমাত্রা ১৫.৬

কালিম্পংএর তাপমাত্রা ২০.৫

মেদিনীপুরের তাপমাত্রা ২৬.৬

পুরুলিয়ার তাপমাত্রা ২৬.১

শ্রীনিকেতনের তাপমাত্রা ২৫.৬

কলকাতার তাপমাত্রা ২৮.৫