আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল বহরমপুর। সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ৮.৪ ডিগ্রিতে। এর পরেই ছিল পশ্চিমাঞ্চলের পানাগড়। পানাগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৯ ডিগ্রি। খড়গপুর এর তাপমাত্রা ছিল দশ ডিগ্রির নীচে। পুরুলিয়াতেও একই অবস্থা৷
শান্তিনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি, আসানসোলে ১০.৭ ডিগ্রি, বাঁকুড়ায় ১১.২ ডিগ্রি, বর্ধমানে ১২.৫ ডিগ্রি। উপকূলবর্তী এলাকাতেও বেশ ঠান্ডা ছিল দিঘা, ডায়মন্ড হারবার ক্যানিং এ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩-১৪ ডিগ্রির আশেপাশে। উত্তরবঙ্গে প্রবল শৈত্যপ্রবাহ৷ দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি। কালিম্পংয়ে ছিল ৭.৫ ডিগ্রি। ১০-১১ ডিগ্রির কাছাকাছি ছিল ডুয়ার্সের তাপমাত্রা৷
Sourav Das Joins TMC: অনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান টলিউড অভিনেতা সৌরভ দাসের
আগামী দু’তিন দিন শীত থাকলেও সোমবার থেকে শীতের দাপট একটু কমতে পারে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৬ ডিগ্রির কাছাকাছি হতে পারে৷ উত্তর ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে৷ এর জেরে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হতে পারে৷
তবে জানুয়ারির শেষে কলকাতার তাপমাত্রা কমতে পারে৷ আপাতত বঙ্গে শীত এখনই বিদায় নিচ্ছে না৷ ফেব্রুয়ারির শুরু থেকে ফের কমবে কলকাতার তাপমাত্রা। ১ ফেব্রুয়ারি থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৩ ডিগ্রি হতে পারে৷ অর্থাৎ, মাঘ মাসে হাড়কাঁপানো ঠাণ্ডা থাকবে তা বোঝা যাচ্ছে।