Skip to content

নিজেদের ফিট রাখতে দক্ষিণী এই ৮ তারকা মাদকজাত দ্রব্য থেকে থাকেন বহু দূরে, তালিকায় রয়েছেন মহেশবাবু থেকে শুরু করে প্রভাস পর্যন্ত

allu arjun mahesh babu prabhas

চলচ্চিত্র জগতের (Film Industry)সমস্ত তারকাদেরই কোনো না কোনো পার্টিতে অংশ নিতে হয়, যেখানে তাদের জন্য সমস্ত ধরণের খাবার এবং পানীয়ের ব্যবস্থা করা হয়, যার মধ্যে কেউ কেউ তা দুর্দান্তভাবে উপভোগ করেন এবং কেউ কেউ আবার তাদের নীতি অনুসরণ করেন। তারকাদের মধ্যেও কেউ নিরামিষ, কেউ আমিষভোজী, তবে কেউ কেউ আছেন, যারা যেকোনো ধরনের নেশা থেকে নিজেকে দূরে রাখেন। আজ আমরা দক্ষিণের সেই ৮ জন বিখ্যাত তারকাদের (Celebrity) সম্পর্কে বলতে চলেছি, যারা মদ এবং সিগারেটের মতো মাদক থেকে নিজেদের দূরে রাখেন এবং সুস্থ জীবনযাপন করেন। এই তালিকায় ৪ জন অভিনেতা এবং ৪ জন অভিনেত্রীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত।

prabhas

প্রভাস (Prabhas) : দক্ষিণের সুপারস্টার প্রভাস হলেন ভারতীয় সিনেমায় সবচেয়ে বেশি আয় করা অভিনেতাদের মধ্যে একজন। প্রভাস তাঁর আয় এবং জনপ্রিয়তার ভিত্তিতে ২০১৫ সাল থেকে তিনবার ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি ১০০ তালিকায় জায়গা করে নিয়েছেন। তিনি দক্ষিণের ৭টি ফিল্মফেয়ার পুরস্কারে মনোনয়ন পেয়েছেন এবং তাঁর কৃতিত্বের জন্য নন্দী পুরস্কার এবং সিমা পুরস্কারও পেয়েছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, প্রভাস শুধু অ্যালকোহল পান করেন না, তিনি সিগারেটও স্পর্শ করেন না এবং সুস্থ জীবনযাপন করেন।

allu arjun
আল্লু অর্জুন (Allu Arjun) : এই তালিকায় রয়েছে দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুনের নামও। অভিনয়ের পাশাপাশি অর্জুন তাঁর অসাধারণ নাচের জন্যও পরিচিত। তিনি ৬টি ফিল্মফেয়ার পুরস্কার এবং ৩টি নন্দী পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কার জিতেছেন। খবরে অনুযায়ী, আল্লু অর্জুন অ্যালকোহল থেকে দূরে থাকেন।

Samantha Ruth Prabhu invests in a luxurious duplex worth Rs 7.8 Crore in Hyderabad | Filmfare.com
সামান্থা রুথ প্রভু (Samamtha Ruth Prabhu): দক্ষিণের বিখ্যাত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মূলত তেলেগু এবং তামিল সিনেমাতে কাজ করেন। দক্ষিণী চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে তিনি একজন। তিনি দক্ষিণের ৪টি ফিল্মফেয়ার পুরস্কার এবং ৬টি দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার সহ অনেক পুরস্কার জিতেছেন। সামান্থা অ্যালকোহল থেকে দূরে থাকেন, কারণ তিনি সুস্থ জীবনযাপন করতে পছন্দ করেন।

mahesh babu
মহেশ বাবু (Mahesh Babu) : মহেশ বাবু দক্ষিণের সুপারস্টার। তিনি ২৫টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং ৮টি নন্দী পুরস্কার, ৫টি ফিল্মফেয়ার তেলুগু পুরস্কার, ৪টি সীমা পুরস্কার, ৩টি সিনেমা পুরস্কার এবং একটি আইফা উৎসবম পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কার জিতেছেন। প্রোডাকশন হাউস জি. মহেশ বাবু এন্টারটেইনমেন্টের মালিক। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তিনি মদ স্পর্শ করেন না।

suriya sivakumar fc (@suryaofflfan) / Twitter

সূর্য শিবকুমার (Suriya Sivakumar): এই তালিকার চতুর্থ নাম হলো সূর্য শিবকুমার। তিনি প্রধানত তামিল সিনেমায় কাজ করেন, যেখানে তিনি সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন। তিনি ২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ৬টি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ, ৩টি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার এবং ২টি দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি ১০০ তালিকায় তিনি ছয়বার স্থান পেয়েছেন। মিডিয়া রিপোর্ট রিপোর্ট অনুযায়ী, সূর্য মদ স্পর্শ করেন না।

Kajal Agarwal requests people to back small business after lockdown | Tamil Movie News - Times of India
কাজল আগরওয়াল (Kajal Agarwal): শুধু দক্ষিণ নয়, সমগ্র বলিউডেও অসাধারণ ছাপ ফেলেছেন কাজল আগরওয়াল। তিনি মদ্যপান করেন না, নিজেকে এসব থেকে দূরে রাখে। তিনি এখনো পর্যন্ত ৫০টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন এবং ২টি দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

3 Reasons Why PS 2 Star Trisha Krishnan Has Only Done One Bollywood Film Khatta Meetha

ত্রিশা কৃষ্ণান (Trisha Krishnan) : দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী ত্রিশা কৃষ্ণানও অ্যালকোহল থেকে দূরে থাকেন এবং সুস্থ জীবনেও তাঁর বিশ্বাস বেশি। তিনি ১৯৯৯ সালের মিস চেন্নাই প্রতিযোগিতা জয়ের পর বিখ্যাত হয়েছিলেন। তারপর তিনি চলচ্চিত্রে কাজ করার সুযোগ পেয়েছিলেন। ত্রিশা দক্ষিণের ৫টি ফিল্মফেয়ার পুরস্কার, একটি নন্দী পুরস্কার, একটি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার এবং সাতটি দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার জিতেছেন।

Shruti Haasan biography, wiki, age, height, husband, religion, caste & more

শ্রুতি হাসান (Shruti Hassan) : দক্ষিণ এবং বলিউড উভয় ক্ষেত্রেই অসাধারণ ছাপ ফেলে আসা শ্রুতি হাসানের নামও রয়েছে এই তালিকায়। শ্রুতিও নিজেকে অ্যালকোহল থেকে দূরে রাখেন।  তিনি একজন অভিনেত্রীর পাশাপাশি একজন দুর্দান্ত গায়িকা। তিনি দক্ষিণের ২টি ফিল্মফেয়ার পুরস্কার এবং ৩টি দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। তিনি ফোর্বস ইন্ডিয়ার ২০১৫ এবং ২০১৬এর সেলিব্রিটি ১০০ তালিকায় উপস্থিত হয়েছেন।