Skip to content

বছরে তৃণমূলের আয় মাত্র ৫ কোটি! সিপিএমের চেয়েও গরিব মমতার দল, শীর্ষে বিজেপি…

নির্বাচন কমিশনে দলের পক্ষ থেকে যে আয়কর রিটার্ন জমা পড়েছে তাতে উঠে আসছে যে তৃণমূল কংগ্রেস হল দেশের মধ্যে সবচেয়ে গরিব দল। 2017-18 সালে দলের মোট আয় হয়েছে মাত্র 5 কোটি টাকার একটু বেশি। তবে এই তালিকার মধ্যে শীর্ষে রয়েছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। 2017-18 সালে কেন্দ্রীয় শাসক দলের মোট আয় হয়েছে 1000 কোটি টাকা একটু বেশি। কিন্তু কংগ্রেসের হিসেব এখনো পাওয়া যায়নি। বিজেপির পর তালিকায় রয়েছে সিপিএম, বহুজন সমাজ পার্টি (বিএসপি) এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি(এনসিপি) । সোমবার এই ছটি রাজনৈতিক দলের 2017-18 সালে সমস্ত আয়-ব্যয় হিসাব প্রকাশ্যে এনেছে নির্বাচন ও রাজনৈতিক সংস্কার নিয়ে কাজ করা সস্তায় অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস(এডিআর) ।

এই সংস্থাটি নির্বাচন কমিশনের কাছে রাজনৈতিক দলগুলি যে আয়-ব্যয়ের হিসাব পেশ করে সেটি প্রকাশ করে। রাজনীতি ও নির্বাচনে স্বচ্ছতা আনা ও কালো টাকা এবং দুর্নীতি কমাতে ন্যাশনাল ইলেকশন ওয়াচ এর সঙ্গে কাজ করে বেসরকারি ও রাজনৈতিক সংস্থা এডিআর।
মমতা বন্দ্যোপাধ্যায় দল যে আয়কর রিটার্ন নির্বাচন কমিশনে জমা দিয়েছে তাতে দেখা যাচ্ছে তাদের কত আর্থিক বছরে আয় হয়েছে 5.17 কোটি টাকা এবং ব্যয় হয়েছে 1.76 কোটি টাকা। এই তালিকায় সব থেকে বেশি আয় রয়েছে বিজেপির, 1027.339 কোটি টাকা। আর বিজেপির খরচ হয়েছে 757.87 কোটি টাকা। 2016-17 আর্থিক বছরে বিজেপির আয় ছিল 1038.27 কোটি টাকা।

এই দিক থেকে দেখতে গেলে বিজেপি সাত কোটি টাকার মতো আয় কমে গেছে। নির্বাচন কমিশনে রাজনৈতিক দলগুলি আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল 30 অক্টোবর। কিন্তু 30 অক্টোবর পেরিয়ে যাওয়া প্রায় দেড় মাস পেরিয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত কংগ্রেস তাদের আয়কর রিটার্নের কাগজ জমা দেননি। ফলে ওই সংস্থা কংগ্রেসের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করতে পারেননি।

গত বছর এই দলের আয় দেখানো হয়েছিল 225. 36 কোটি টাকা। সম্পূর্ণ তালিকা দেখতে গেলে আয়ের দিক থেকে বিজেপির পরে দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম। তাদের আয় 104.847 কোটি টাকা এবং ব্যয় হয়েছে 83.482 কোটি টাকা। বিএসপি আয়  হয়েছে 51.694 কোটি টাকা ।আর খরচের পরিমাণ হল 14.78 কোটি টাকা ।
আবার আশ্চর্যের বিষয় হল মহারাষ্ট্রের দল এনসিপির আয়ের চেয়ে খরচ বেশি হয়ে গেছে। তাদের আয় দেখানো হয়েছে 8.15 কোটি টাকা,আর খরচ দেখানো হয়েছে 8.84 কোটি টাকা।
তালিকায় এর পরের স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেসের পর অর্থাৎ সবচেয়ে নিচে রয়েছে সি পি আই। 1.55  কোটি টাকা আয়ের এর পর তাদের খরচ হয়েছে 1.10 কোটি টাকা ।