Skip to content

এই মাসে উদ্বোধন হচ্ছে বিশ্বের সবথেকে উঁচু স্ট্যাচু ! মোদীজি বললেন ..

সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে গেছে।এবার চলতি মাসে উদ্বোধন হতে চলেছে বিশ্বের সবথেকে বড় মূর্তি ‘স্ট্যাচু অফ ইউনিটি’র।গুজরাটের নর্মদা নদীর পারে ভারতের একতার প্রতীক হিসেবে দাঁড়িয়ে থাকেন লৌহমানব সর্দার বল্লভ ভাই প্যাটেল। এই মূর্তিটি বিশ্বের সবথেকে বড় মূর্তি।এই মূর্তিটি উচ্চ হল 182 মিটার।2013 সালে নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদি এই মূর্তি তৈরির প্রকল্প টি করে গেছেন।এই মুহূর্তে নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী এবং তিনি এই মূর্তিটি উদ্বোধন করবেন 31 অক্টোবর সর্দার বল্লভ ভাই প্যাটেলের 143 তম জন্মদিনে।

দুই সপ্তাহ আগেই এই মূর্তির কাজ শেষ হয়ে গিয়েছে। 2014 সালে লার্সেন এন্ড টুবরো  সস্তা এই মূর্তি নির্মাণ  করার জন্য চুক্তি পেয়েছিলেন। 600 ফুটের এই বিশাল ব্রোঞ্জের মূর্তি তৈরি করতে প্রায় আড়াই হাজারের মতো শ্রমিক চার বছর ধরে নির্মাণ করেছেন। এই মূর্তি নির্মাণ করাতে খরচ হয়েছে প্রায় 2,989 কোটি টাকা।এই মূর্তির নির্মাণ হওয়ার পর ভারত বিশ্বের সবথেকে দীর্ঘতম মূর্তি গঠনে ভারত প্রথম স্থান পেল,এর আগে এই স্থান ছিল চিনের।