এতদিন oppo-কে অনেকে অগ্রাহ্য করত,তাদের মতে oppo-এর ক্যামেরা বাদ দিয়ে বাকি কিছুই তার প্রাইস এর সাথে ম্যাচ করে না। অনেকেই পছন্দ ও করতোনা oppo-এর ফোন। তবে oppo এর realmi সিরিজ আসার পর থেকে মানুষের ধারণাটা অনেকটাই বদলে গেছে। এখন কম দামে ভালো স্পিসিফিকেশন নিয়ে আসছে oppo। realmi 1, realmi 2 , realmi 2 pro এর পর বাজারে আসতে চলেছে realmi c1। টেক বিশেষজ্ঞদের মতে এই ফোনটি নাকি অন্যান্য ব্র্যান্ডের নামী স্মার্টফোন গুলি কে কড়া প্রতিযোগিতায় শামিল করবে। Redmi 6a, honour 7s এর মত ফোন কে এই ফোনটি ডমিনেট করবে।
চলুন দেখে নেওয়া যাক এই realmi c1 ফোনটির ফিচার:-
ফোনটিতে 6.2″ ডিসপ্লে দেখা যাবে, সব আধুনিক ফোন গুলির মতো এটিতেও দেখা যাবে নচ্। এই ফোনটি আরো একটি যে বিশেষ ফিচার হলো এর ব্যাটারি ,এই ফোনটিতে 4230 mAh ব্যাটারি দেখা যাবে। ফোন টির মধ্যে Qualcomm Snapdragon 450 চিপসেট দেখা যাবে। ফোনটির পেছনে DUEL ক্যামেরা সেটআপ থাকবে যার প্রাথমিক সেন্সরটি 13mp এবং দ্বিতীয় সেন্সরটি 2mp। এবং সামনে 5 mp এর ক্যামেরা দেখা যাবে। আশা করা যাচ্ছে ফোনটির 2gb ram , 16gb storage/ 3gb ram , 32gb storage/ 4gb ram , 64gb storage এই ভেরিয়েশন গুলি উপলব্ধ থাকবে। realmi c1 এর দাম শুরু হবে 6999 টাকা থেকে। সত্যি ফোনটি এই প্রাইসের যেকোনো ফোনকে প্রতিযোগিতা দিতে সক্ষম।