Skip to content

ভিখারী ভেবে রজনীকান্তকে এক মহিলা 10 টাকা দিয়েছিলো, আর তারপর যা হলো জানলে আপনিও ঘাবড়ে যাবেন !

আজ আমরা আপনাদের রজনীকান্তের সম্বন্ধে এমন কিছু বিষয় জানাবো যা আপনি হয়তো কখনোই শোনেননি ।এটি সেটি সেই সময়কার কথা যখন রজনীকান্তের সুপারহিট ফিল্ম ‘শিবাজী দ্যা বস’ রিলিজ হয়েছিল। আপনাদের জানিয়ে দি যে রজনী কান্ত সাউথ ইন্ডিয়ান অভিনেতাদের মধ্যে একজন শ্রেষ্ঠ অভিনেতা । আর তার উচ্চ অভিনয়ের জন্য সকলে তাকে পছন্দও করেন।

 

এবার আপনাদের জানাই সেই সময়কার একটি ঘটনা সম্বন্ধে, আমরা সকলেই জানি যে অনেক অভিনেতা বা অভিনেত্রী আছেন যারা তাদের ফিল্ম সুপারহিট হওয়াতে পার্টি অথবা আনন্দ করেন।কিন্তু রজনীকান্ত এমনই একজন ব্যক্তি যিনি তার সুপারহিট ফিল্ম ‘শিবাজী দ্যা বস’ হিট হাওয়াতে মন্দির যাওয়ার সিদ্ধান্ত নেন।

 

আপনারা এটি শুনে অবাক হবেন যে, রজনীকান্ত সাধারন ভাবে জীবন যাপন করতে ও সাধারণ পোশাক এবং সাধারণ মানুষের মত খাওয়া দাওয়া করতে পছন্দ করেন। কেউ তাকে দেখে বিশ্বাস করতে পারবে না যে তিনি সেই রজনীকান্ত যে সবার মনে রাজ করেন। রজনীকান্ত যখন মন্দিরে পৌঁছালেন তখন তার সুরক্ষার জন্য একটি প্ল্যান বানানো হল যে, মন্দিরে সকলের নিজের রূপ বদলে প্রবেশ করবেন এবং রজনীকান্তকে একটি বৃদ্ধ মানুষের ভেস বদল করে প্রবেশ করবেন ।

 

আর যখন তিনি মন্দিরে চাপতে লাগলেন তখন একটি মহিলা তার ওপর দয়া করে ১০ টাকা তাকে দিলেন আর রজনীকান্ত সেটি নিয়ে চুপচাপ চলে গেলেন। কিছুটা হলেও এ ঘটনাটি এক রোমাঞ্চকর মুহূর্ত সৃষ্টি করেছিল। যেটি ছিল রজনীকান্তের জীবনের এক স্মরণীয় ঘটনা।