ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তার মন্তব্য পরিষ্কার করে দিলেন তিনি বললেন বিজেপি কে পরাস্ত করার দিবাস্বপ্ন দেখছে বিরোধীরা , তারা কখনই সফল হবে না। এই ভাষাতেই তিনি রাহুল গান্ধী সহ বাকি বিরোধীদের তিনি এ কথা জানিয়ে দেন।অমিত শাহ সামনে আগত বিধানসভা ভোটের জন্য নগরে নগরে তিনি দলীয় সভার আয়োজন করে তার মধ্যে বক্তব্য রেখেছেন।
তেমনই এক সভা আয়োজন করা হয় ছত্রিশগড়ে।এখানেই তিনি মুখ খোলেন এবং আক্রমণ করে কংগ্রেস কে তিনি জানিয়ে দেন, “যে রাহুল গান্ধী না কি দাবি করেছেন এবার মধ্যপ্রদেশে রাজস্থান এবং ছত্রিশগড়ের ক্ষমতা তাদের হাতে।”
এই কথাকে তিনি কটাক্ষ করে ‘ বিরোধীদের দিবাস্বপ্ন ‘ বলে উল্লেখ করেছেন তিনি এছাড়া বললেন যে ‘,স্বপ্ন দেখার একটা সীমা থাকা দরকার ,দিনের বেলায় কোন ব্যক্তিকে স্বপ্ন দেখা উচিত নয়,’ এছাড়াও 2014 সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে উত্তর, পূর্ব ,দক্ষিণে বেশিরভাগই অংশ বিজেপি জয় করেছে , তাই তিনি জানিয়ে দেন যারা স্বপ্ন দেখছে দেখুক, কিন্তু সেই স্বপ্নকে পূরণ করবে বিজেপি সরকার ।