ইতিমধ্যেই এই করোনা পরিস্থিতিতেও যেখানে প্রায় ৫০ শতাংশ আসন নিয়ে সিনেমা হল খোলার অনুমতি রয়েছে, সেই বাজারেও এখনো পর্যন্ত পুষ্পা ৪০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। বিগত এক মাস ধরে এই ছবির ট্রেন্ড চলছে, একবিন্দুও নিম্নমুখী নয় এই ট্রেন্ড। তবে এই ছবির মধ্যে রয়েছে কিছু ভুল ত্রুটিও, এবার আলোচনা করা যাক ছবির সেই ভুল ত্রুটি নিয়ে যেখানে প্রথমেই বলা যেতে পারে লাল চন্দন কাঠ জলে ভেসে যাওয়ার দৃশ্যটি। কারণ লাল চন্দন কাঠের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো একটুকরোও জলের মধ্যে পড়লে তা ডুবে যায়।
কিন্তু এই সিনেমায় পুলিশের নজর এড়াতে লাল চন্দন কাঠকে জলে ফেলে দেয়া হয় এবং তা ভাসতে দেখা যায়। যা অবিশ্বাস্য, আমরা প্রত্যেকেই জানি যে আন্তর্জাতিক বাজারে লাল চন্দন কাঠের চাহিদা কতটা তুঙ্গে, সেটাই তুলে ধরা হয়েছে এই সিনেমায়। তবে এটুকু বোঝা যায় যে এতে যে লাল চন্দন কাঠ ভাসছে দেখানো হয়েছে তা অবশ্যই ফাইবার নির্মিত ছিল, না হলে এটি সম্ভব নয়।
আবার অপরদিকে পুষ্পার বন্ধু কেশব যে সামান্য গাড়ির দরজা খুলতে জানেনা, তাঁকেই দেখা যায় গাড়ি চালাতে। অবাক করা দৃশ্য এগুলি, অপরদিকে একটি অ্যাকশন সিকোয়েন্স দেখা যায় যেখানে পুষ্পা শ্রীনুর শ্যালক মোগলিসকে জলে ফেলে দেয়। তাঁকে সেখানে মেরে ফেলে। তারপর হঠাৎই দেখা যায় পুষ্পা জলের মধ্যে মোটরবাইক চালাতে শুরু করে, যেখানে জলের মধ্যে রয়েছে বড় বড় পাথর।
সেটিও কিভাবে সম্ভব হলো, তাও দর্শকের মনে প্রশ্ন জেগেছে। অর্থাৎ দর্শকরা পুষ্পার উচ্ছ্বাসে এতটাই উচ্ছ্বসিত যে এই ত্রুটি গুলি চট করে মানুষের নজরে পড়েনি, কারণ পুষ্পা আট থেকে আশি প্রত্যেকের কাছেই এখন হিরো নাম্বার ওয়ান, তাঁর স্টাইলে মজেছে বাচ্চা থেকে বুড়ো সবাই।