Skip to content

ক্রিকেট জগতের এই ৪ ভারতীয় বোলার যারা ওয়ানডেতে করেছেন হ্যাটট্রিক, যাদের মধ্যে একজনের নামে রয়েছে দু’বার হ্যাটট্রিক

ক্রিকেটে হ্যাটট্রিক একটি প্রচলিত শব্দ, তবে এটিকে অর্জন করা মুখের কথা নয়, আজ আমরা আলোচনা করব ভারতীয় ক্রিকেটের এমন ৪ বোলার যারা ওয়ানডে ম্যাচে হ্যাটট্রিক করেছেন, অনেকে আবার একজন ব্যক্তিই দুবার হ্যাটট্রিক করেছেন, আসুন জানা যাক সেই চার বোলার সম্পর্কে :-

India players need to change their approach in T20Is: Kapil Dev

প্রথমেই যার নাম করব তিনি হলেন, কপিল দেব:- ভারতীয় ক্রিকেটের অলরাউন্ডার বলা যেতে পারে তাঁকে, তিনি হ্যাটট্রিক করেছিলেন ১৯৯১ সালে, শ্রীলংকার বিরুদ্ধে এশিয়া কাপ ম্যাচে। যদিও সেই ম্যাচে সেরা তকমা পেয়েছিলেন মোহাম্মাদ আজারুদ্দিন, তবুও সেই ম্যাচটি কপিল দেবের জন্য ছিল একটি মাইলস্টোন।

Australia's secret weapon to combat Indian spin threat | cricket.com.au

কুলদীপ যাদব:- ভারতীয় দলের যিনি একজন অন্যতম স্পিনার হিসেবে পরিচিত, ২০১৭ সালে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে ভারতীয় দলকে সেরার শিরোপা দিয়েছিলেন, তবে এই ম্যাচে তিনি ছাড়াও সেরা হয়েছিলেন বিরাট কোহলি, তবু এই ম্যাচটি কুলদীপ যাদবের কাছে অত্যন্ত স্মরণীয় একটি ম্যাচ।

My action will speak louder than words': Chetan Sharma reacts after being appointed as BCCI's new chairman of selectors | CricketTimes.com

চেতন শর্মা:- হাজার ১৯৮৭ সালের নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচটি ছিল তাঁর কাছে প্রথম ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিক করা, শুধু তাই নয় তাঁর জীবনে নয়, এটি ছিল বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক হওয়ার একটি ঘটনা। ভারতীয় দলের অসাধারণ পারফরম্যান্স এর মাধ্যমে এক দুর্ধর্ষ জয়লাভ।

Australia vs India: Mohammed Shami reveals his secret recipe behind success across all-formats | Cricket News | Zee News
মোহাম্মদ সামি:- ২০১৯ এর বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন তিনি, এবং হ্যাটট্রিক নিয়ে অলআউট করার ঘটনা ঘটিয়েছিলেন সেই তিনিই, বিশ্বকাপের দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে তিনি হ্যাটট্রিক করেছিলেন, তবে এই ম্যাচে আরো একজনের নাম নেওয়া যায় যিনি তার বোলিং পারফরম্যান্সের দিয়ে ম্যাচের সেরা হয়েছিল তিনি হলেন জসপ্রীত বুমরাহ।