আমাদের মনে একটি বদ্ধমূল ধারণা রয়েছে যে, যে সমস্ত ব্যক্তিরা বলিউড তথা অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তারা নেশাগ্রস্ত হয়ে থাকেন সব সময়। যদি ওই কথাটি সম্পূর্ণ ভুল নয় কারণ বেশ কিছু বছর ধরে আমরা এ কথাটি যে কতখানি সত্যি তা বারবার প্রমাণ পেয়েছি। তবে জানলে অবাক হয়ে যাবেন এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা বলিউডের নামিদামি মানুষ হলেও কখনো অ্যালকোহল স্পর্শ করেন না। অনেকে আবার পার্টি বা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অ্যাটেন্ড করতেও পছন্দ করেন না।
শিল্পা শেট্টি: বলিউডের অন্যতম সেক্সি অভিনেত্রী শিল্পা শেট্টি ব্যক্তিগত জীবনে সর্বদা নিয়ম মেনে চলতে পছন্দ করেন। যোগব্যায়াম এবং জিম করে তিনি দিন অতিবাহিত করেন। কখনোই শিল্পা শেট্টিকে মদ স্পর্শ করতে দেখা যায়নি।
অক্ষয় কুমার: বলিউডে সবথেকে ফিট ব্যক্তি যদি কেউ হন তিনি হলেন অক্ষয় কুমার। ভীষণ কঠোর রুটিন মেনে তিনি চলেন। প্রত্যেকদিন ঠিক নটায় ঘুমিয়ে পড়েন তিনি এবং ভোর চারটের সময় উঠে পড়েন সূর্য উঠার সঙ্গে সঙ্গে। বলাই বাহুল্য তিনি মদ স্পর্শ করে না এবং কোন পার্টি অ্যাটেন্ড করেন না।
দীপিকা পাডুকোন: জানলে অবাক হয়ে যাবেন দীপিকা পাডুকোন যত বড় অভিনেত্রী হোন না কেন, তিনি কখনোই মদ স্পর্শ করেন না।
সোনাক্ষী সিনহা: বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা নিজের ফিটনেসের উপর ভীষণ নজর রাখতে পছন্দ করেন। তিনি নিজেকে সর্বদা মদ থেকে দূরে রাখেন।
পরিনীতি চোপড়া: বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই ছবি শেয়ার করেন যেখানে দেখা যায় তিনি যোগ ব্যায়াম করছেন। বোঝাই যায় তিনি নিজেকে কতখানি মেনটেন করে চলতে পছন্দ করেন।
অমিতাভ বচ্চন: সিনেমায় যতই মাতালের ভূমিকায় অভিনয় করুন না কেন অমিতাভ বচ্চন, ব্যক্তিগত জীবনে তিনি কখনোই মদ পান করেন না।
সনু সুদ: বলিউডের অন্যতম চর্চিত অভিনেতা সনু সুদ সর্বদা নিজেকে মদ থেকে দূরে রাখতে পছন্দ করেন।
জন আব্রাহাম: বলিউড তারকা জন আব্রাহাম নিজের ফিটনেসের জন্য পরিচিত সকলের কাছে। তিনিও সবসময় নিজেকে মদ থেকে দূরে রাখেন।
সিদ্ধার্থ মালহোত্রা: সিদ্ধার্থ মালহোত্রা করন জোহরের স্টুডেন্ট অফ দ্যা ইয়ার সিনেমার হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। এই হ্যান্ডসাম হাংক কখনোই মদ্যপান বা ধূমপান করেন না।