Skip to content

অপেক্ষা শেষ! টুইটারে নিজেদের বিয়ের দিন ঘোষণা করলেন দীপিকা ও রণবীর।

টুইটারে নিজেদের বিয়ের দিন ঘোষণা করলেন দীপিকা ও রণবীর। শেষে হলো অপেক্ষা সবশেষে বিয়ের ঘন্টা বেজেই গেল। বেশ কিছুদিন ধরে রণবীর ও দীপিকার বিয়ের খবর নিয়ে চিন্তায় ছিল বলিউড ইন্ডাস্ট্রি সাথে তাদের ফ্যানরাও। তাদের বিয়ের দিনক্ষণ নিয়ে চলছিল কতশত জল্পনা। তবে সবশেষে দীপিকা ও রণবীর নিজেদের বিয়ের দিনক্ষণ টুইটারে টুইট করে জানালেন দীপিকা। আজ রবিবার বিকেলে টুইট করে জানালেন আগামী 14 এবং 15 ই নভেম্বর হলো সেই শুভ দিন যেখানে চার হাত এক হতে চলেছে। দীপিকা নিজেই তার বিয়ের কার্ডের ছবি পোস্ট করেছেন টুইটারে।