বাঙ্গালীদের সবচেয়ে বড় উৎসব প্রায় চলে এলো,আর কয়েকটা দিনের অপেক্ষা মাত্র। পূজোর হাওয়া জাকিয়ে বসেছে শহরে। পুজোতে গোটা রাজ্যে নিরাপত্তার কথা ভেবে নবান্নে বসানো হচ্ছে বিশেষ কন্ট্রোল রুম।বিভিন্ন সূত্রে খবর থেকে জানা গিয়েছে পুজোতে রাজ্যে বাড়তি নিরাপত্তায় দেওয়ার জন্যই এই বিশেষ কন্ট্রোল রুম খোলা হচ্ছে। এই কন্ট্রোল রুম চালু থাকবে পঞ্চমী থেকে লক্ষ্মীপূজা পর্যন্ত। এ দিনগুলিতে সকাল আটটা থেকে রাত আটটা আবার রাত আটটা থেকে সকাল আটটা অর্থাৎ 24 ঘন্টা কন্ট্রোলরুম থেকে সার্ভিস দেওয়া হবে।নবান্ন থেকে হেল্পলাইন নম্বর ও দেওয়া হয়ে গেছে। এই হেল্পলাইন নম্বরটি হলো 1070 এই নম্বরে আপনি কল করলেই 24 ঘন্টা সাহায্য পাবেন।তবে প্রতি বছর এই পুজোর সময় নবান্ন থেকে কন্ট্রোল রুম খোলা হয়। তবে পুজোয় সমস্ত আনন্দ বাধা দিতে আসছে তিতলি। আবহা দপ্তর থেকে জানানো হয়েছে ক্রমশ শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় তিতলি। তাই আরো বিশেষভাবে নবান্ন থেকে কন্ট্রোল রুম খোলা হচ্ছে।