যৌন হেনস্থা নিয়ে বলিউডে চরম শোরগোল সৃষ্টি হয়েছে। একের পর এক অভিনেতা একের পরে পরিচালক প্রযোজক এর দের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আসছে। পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। এ অভিযোগ আসার ফলে তিনি ‘হাউসফুল 4’ পরিচালক থেকে সরে দাঁড়ান।এছাড়াও হাউসফুল 4 তৈরি হওয়া নিয়ে আরেকটি বাধা সৃষ্টি হয়ে গেছে শুটিং চলাকালীন ছবির শুটিং আচমকা বাতিল করছেন অভিনেতা অক্ষয় কুমার।
অক্ষয় কুমার এক টুইটে বলেন যারা এরকম হেনস্তার অভিযোগ এর সঙ্গে জড়িত তাদের সাথে তিনি কাজ করতে চান না। এমনকি এই প্রিমে নানা পাটেকার ও রয়েছেন এবং ইনার বিরুদ্ধেও কিছুদিন আগে যৌন হেনস্থার অভিযোগ সরব হন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এমনকি অভিনেত্রী তনুশ্রী দত্তের পাশে দাঁড়িয়েছেন অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কেল। অপরদিকে তনুশ্রী দত্তের দাবি করেছেন টুইংকেল এর প্রতিবাদ করল তার স্বামী কিন্তু নানা পাটেকার এর সাথে সমান তালে অভিনয় করে চলেছেন।