Skip to content

দাম কমলো পেট্রোল ডিজেলের প্রতি লিটারে দুই টাকা করে। আরো জানতে…

শেষে অন্ধপ্রদেশের সরকারও হাঁটল রাজস্থান সরকারের একই পথে। পেট্রোলের দাম এখন যে আকাশ ছোঁয়া তা সবার জানা এর থেকে রেহায় পেতে সাধারণ মানুষের কথা ভেবে,ও মানুষের চাপ কমাতে পেট্রোল ও ডিজেলের দাম 2 টাকা করে কমানোর সিদ্ধান্ত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। আগামী দিন থেকেই পেট্রোল ও ডিজেলের দাম 2 টাকা প্রতি লিটারে কমানো হবে বলে জানানো হয়েছে মঙ্গলবার থেকে এ পরিকল্পনা লাগু হবে। এর আগে রবিবার দিন পেট্রোল ও ডিজেলের অপ 4 পারসেন্ট ভ্যাট কমানো সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থানে বসুন্ধরা রাজে সরকার। তবে যাই হোক এর ফলে উপকৃত হবে সাধারণ মানুষেরা, তাদের চাপ কিছুটা হলেও কমবে।