আমাদের দেখার হক বা অন্য দেশের, অ্যাথলিটরা বিশ্ব মঞ্চে বা জাতীয় স্তরে প্রচুর পদক জেতেন ৷ তবুও অনেক অ্যাথলিট রয়েছেন, কারো কারো ভাগ্য এতটাই খারাপ যাঁদের ভাগ্যে কিছুই জোটে না ৷ তেমনি এক প্যারা অ্যাথলিট মধ্যপ্রদেশের মনমোহন সিং লোধি ৷ জাতীয় স্তরে সাফল্য পান তিনি ,তিনি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান-সহ একাধিক মানুষের কাছে প্রতিশ্রুতি ছাড়া তিনি আর কিছুই পাননি ৷ শেষমেসে নিজের জেতা পদকগুলি গলায় ঝুলিয়ে নেমে পড়লেন রাস্তায় ভিক্ষা করতে !মধ্যপ্রদেশের নরসিংপুরের এই প্যারা অ্যাথলিট মনমোহন জাতীয় স্তরে অনেক পদক জিতেছেন। সাংবাদিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘‘ জাতীয় স্তরে যখন পদক জিতেছিলাম তখন সরকারের পক্ষ থেকে বহু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
এছাড়াও , সরকারি চাকরি দেওয়ার কথাও বলা হয়েছিল। কিন্তু তারপর সবই যেন হাওয়া হয়ে গিয়েছে। কিছুই পাইনি আমি ৷ ‘’তিনি বক্তব্য রাখেন “,এখন আর তাই রাস্তায় নেমে ভিক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই “৷ পদক জেতার পর হয়তো অনেক সংবর্ধনা পেতেছেন কিন্তু পাননি কোনও অর্থসাহায্য ৷ তিনি জিবনের কাঠ গড়ায় এসে দাঁড়িয়েছেন ৷ সংবাদিকদের তিনি জানান , ‘‘ আমার আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। খেলার জন্য টাকা চাই। সংসার চালানোর জন্য টাকা চাই। মুখ্যমন্ত্রী যদি পাশে না দাঁড়ান তাহলে রাস্তায় ভিক্ষা করেই জীবন চালাব।’’