পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আন্ডারে নিয়োগ করা হচ্ছে 50 জন অফিসার। নিয়োগ করা হবে রাজ্যের আইন দপ্তরে। তবে এক্ষেত্রে থাকবে এক বছরের চুক্তি।
শিক্ষা–আইনে স্নাতক। গত পাঁচ বছরের মধ্যে যারা ডিগ্রী লাভ করছেন তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। বয়স হতে হবে 1-1- 2018 তারিখ 21 থেকে 50 বছরের মধ্যে। তবে এক্ষেত্রে থাকবে তপসিল,ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের কিছু ছাড়। এক্ষেত্রে মাসিক বেতন থাকবে 40000 টাকা যা থাকবে নির্দিষ্ট। প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে। দরখাস্ত করতে হবে নিদিষ্ট বয়ানে। দরখাস্ত বয়ান ডাউনলোড করে নেবার ওয়েবসাইড হলো– www.wb.gov.in এ।
প্রয়োজনীয় ডকুমেন্ট–লাগবে এক কপি পাসপোর্ট ফটো। যেটি লাগানো থাকবে দরখাস্তের মধ্যে। বয়সের প্রমাণপত্র হিসাবে লাগবে মাধ্যমিক সার্টিফিকেটের জেরক্স। লাগবে শিক্ষাগত যোগ্যতা যাবতীয় জেরক্স। কাস্ট এবং ওবিসি সার্টিফিকেটের লাগবে জেরক্স। যথাযথ ভাবে পূরণ করা হবে এডমিট কার্ড। 7 অক্টোবরের মধ্যে রেজিস্টার পোস্টে দরখাস্ত পৌঁছাতে হবে এই ঠিকানায় অথবা নির্দিষ্ট তারিখের মধ্যে সরাসরি গিয়েও দরখাস্ত জমা দিয়ে আসতে পারেন ।
ঠিকানা- The Secretary to the Govt of West Bengal,Law Deptt Writer’s Buildings, Kolkata-700001.