Skip to content

২ মাস পেরোতে না পেরেতেই বন্ধ হয়ে গেল জি বাংলার নতুন ধারাবাহিক, মাথায় হাত প্রযোজকদের

bengali serial (1)

নতুন বছর পরার সাথে সাথেই বিভিন্ন বাংলা চ্যানেল গুলিতে দেখা গেছে একাধিক নতুন ধারাবাহিক। একদিকে যেমন নতুন নতুন ধারাবাহিক টিভির পর্দায় এসেছে তেমনি বন্ধ হয়েছে অনেক পুরনো ধারাবাহিকও। এরই মধ্যে ঘটেছে নতুন কিছু, যেমন নতুন মেগা আসার যেমন সময় পাল্টেছে তেমনি সম্প্রচারের সময়ও।

বর্তমানে টিভির পর্দায় যে সমস্ত ধারাবাহিক আমরা দেখি সেগুলো আসলে টিকে রয়েছে টিআরপির উপর নির্ভর করে। যে ধারাবাহিকের টিআরপি যত বেশি হবে সেই ধারাবাহিক ততদিন পর্যন্ত চলবে। অন্যদিকে যে ধারাবাহিক গুলি টিআরপিতে একদম নিচে দিকে সেগুলো অনেক সময় বন্ধ করে দিতে হয়।

এরকমই একটি নতুন ধারাবাহিক মাত্র দেড় মাসের মধ্যেই শেষ হওয়ার খাতাতে নাম লেখাতে চলেছে। স্টার জলসার বালি ঝড় ধারাবাহিকটি তিন মাসের মধ্যেই টিআরপির অভাবে বন্ধ হয়ে যেতে চলেছে। এবার আরো একটি ধারাবাহিক দেড় মাসের মধ্যেই বন্ধ হয়ে যেতে চলেছে। জি বাংলাতে আসতে চলেছে, তিনটে নতুন ধারাবাহিক যার মধ্যে একটি হলো ফুলকি।

ইতিমধ্যেই সেই ধারাবাহিকের প্রমো স্যুট হয়ে সম্প্রচারিত হয়েছে। অন্যদিকে চলতি সপ্তাহে টিআরপির তালিকায় সব থেকে উপরে রয়েছে অনুরাগের ছোঁয়া। আর সেই টিআরপিতে দশের মধ্যে জায়গা করেনি জি বাংলায় নতুন আসা ধারাবাহিক মুকুট, যেখানে দেখা গিয়েছিল দোষী কে শাস্তি দেওয়ার জন্য নায়িকাকে নিতে হয় কালী রূপ তাতেই মুকুটকে পড়তে হয় ট্রোলের মুখে।

ব্লুজ প্রোডাকশন হাউজের ব্যানারে এই মুকুট ধারাবাহিকটি এসেছে। এই ধারাবাহিকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে রয়েছে শ্রীপর্ণা রায় শুভাশিস মুখোপাধ্যায় এবং অপূর্ব ঘোষ। ধারাবাহিকটির প্রমো প্রকাশ্যে আসার পরই দর্শকদের মনে যথেষ্ট প্রশ্ন জেগেছিল ফ্ল্যাটে এই ধারাবাহিকটির জায়গা দেওয়া হবে ছিল নানান প্রশ্ন। পরে অবশ্য জানা যায় মুকুট ধারাবাহিকটি হবে রাত ৯টা ৩০ মিনিটে কিন্তু বর্তমানে টিআরপির অভাবে তলানিতে চলে গেছে এই ধারাবাহিকটি।

এখনই এই ধারাবাহিকটি বন্ধ হচ্ছে না তবে পরিবর্তন করা হচ্ছে এই ধারাবাহিকটির স্লট । তবে বর্তমানে এই ধারাবাহিকের টিআরপির যা অবস্থা তাতে মনে হয় খুব তাড়াতাড়ি এই ধারাবাহিকটি বন্ধ হয়ে যাবে।