Reliance Jio নিয়ে এল নতুন Freedom Plan থাকছে না ডাটা ব্যবহারে কোন সর্বোচ্চ সীমা, বিস্তারিত জানতে

টেলিকম জগতে নিজেদের জায়গা তৈরি করে নেওয়ার জন্য বরাবরই নতুন নতুন প্ল্যান নিয়ে হাজির হয়েছে রিলায়েন্স জিও। এখন আগস্ট মাস পড়ে গেছে আর ভারতবাসীদের কাছে এই আগস্ট মাসের সবথেকে বড় স্মরণীয় দিন হল ১৫ আগস্ট। আর এই দিন উপলক্ষে জিও এবার বাজারে এনেছে ফ্রিডম প্ল্যান।

বাজারে প্রথম আসা থেকেই জিও টেলিকম বাজারে নিজেদের জায়গা করে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। জিও যে প্ল্যান বাজারে আনে তার পাশাপাশি এয়ারটেল, ভিআই একই প্ল্যান আনার চেষ্টা করে। এবার জিওর অভিনব প্রচেষ্টা হল ফ্রিডম প্ল্যান চালু করা। এই প্ল্যানের মূল্য হল ১২৭ ও ২৪৭,৪৪৭ ৫৯৭ প্রভৃতি। এই প্ল্যানের মধ্যে একাধিক সুবিধা পাওয়া যাবে। দৈনিক ডেটা ব্যবহারের ক্ষেত্রে থাকছে না সর্বোচ্চ সীমা। বিনামূল্যে ভয়েস কলিং এর সুযোগ থাকছে। এবার এই প্ল্যান সম্বন্ধে আমরা একটু বিস্তারিতভাবে জেনে নিই-Reliance Jio freedom plan

১২৭ টাকার রিলায়েন্স জিও ফ্রিডম প্ল্যান (Reliance Jio Freedom Plan ₹127)–

১) সবথেকে সস্তা রিলায়েন্স জিও ফ্রিডম প্ল্যান হল ১২৭ টাকার প্ল্যান।

২) ভ্যালিডিটি থাকছে ১৫ দিনের জন্য।

৩) দৈনিক ডেটা ব্যবহারের কোনও সর্বোচ্চসীমা থাকছে না। ১২ জিবি ডেটার সুবিধা রয়েছে।

৪) বিনামূল্যে JioTV, JioCinema, JioNews, JioSecurity এবং JioCloud ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

৫) গ্রাহকেরা বিনামূল্যে ভয়েস কলিং এর সুবিধা পাচ্ছেন।

২৪৭ টাকার রিলায়েন্স জিও ফ্রিডম প্ল্যান (Reliance Jio Freedom Plan ₹247)–

১) এইটা কার প্ল্যানের ভ্যালিডিটি থাকছে ৩০ দিনের জন্য।

২) ২৫ জিবি ডেটা পাওয়া যাবে। ডেটা ব্যবহারের ক্ষেত্রে দৈনিক কোনও সর্বোচ্চসীমা থাকছে না।

৩) এছাড়াও যাবতীয় কমপ্লিমেন্টারি জিও পরিষেবা পাওযা যাবে এই প্ল্যানের মধ্যে।

৪) বিনামূল্যে ভয়েস কলিং এর সুযোগ পাবে গ্রাহকেরা।

Reliance Jio

৪৪৭ টাকার রিলায়েন্স জিও ফ্রিডম প্ল্যান (Reliance Jio Freedom Plan ₹447)–

১) ৪৪৭ টাকার জিওর ফ্রিডম প্ল্যানে গ্রাহকরা ৬০ দিনের ভ্যালিডিটি পাবেন।

২) দৈনিক কোনও সর্বোচ্চসীমা ছাড়াই ৫০ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন।

৩) বিনামূল্যে ভয়েস কলিং সুবিধা রয়েছে।

৪) যাবতীয় কমপ্লিমেন্টারি জিও পরিষেবা পাওযা যাবে এই প্ল্যানের মধ্যে।

৫৯৭ টাকার রিলায়েন্স জিও ফ্রিডম প্ল্যান (Reliance Jio Freedom Plan ₹597)–

১) এ প্ল্যানে ভ্যালিডিটি রয়েছে ৯০ দিনের জন্য।

২) ৭৫ জিবি ডেটা পাওয়া যাবে। দৈনিক ডেটা ব্যবহারের কোনও সর্বোচ্চসীমা নেই।

৩) JioTV, JioCinema, JioNews, JioSecurity এবং JioCloud ব্যবহার করতে পারবেন। কোনও বাড়তি টাকা লাগবে না।

৪) বিনামূল্যে ভয়েস কলিং করতে পারবেন গ্রাহকরা।

২,৩৯৭ টাকার রিলায়েন্স জিও ফ্রিডম প্ল্যান (Reliance Jio Freedom Plan ₹2,397)–

১) জিওর যে সমস্ত ফ্রিডম প্ল্যান এর মূল্য রয়েছে তার মধ্যে ২৩৯৭ টাকারফ্রিডম প্ল্যানটি হল সবথেকে দামী রিলায়েন্স জিও ফ্রিডম প্ল্যান।

২) এই টাকার প্ল্যানে ভ্যালিডিটি রয়েছে ৩৬৫ দিনের।

৩) দৈনিক কোনও সর্বোচ্চসীমা ছাড়া ৩৬৫ জিবি ডেটা ব্যবহার করা যাবে।

৪) বিনামূল্যে JioTV, JioCinema, JioNews, JioSecurity এবং JioCloud ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা।

৫) এছাড়াও অন্যান্য প্রাণীর মত গ্রাহকরা এই টাকার প্ল্যানেও বিনামূল্যে ভয়েস কলিং করতে পারবেন।