Skip to content

রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত জেলায় জেলায় খোলা হবে মদের দোকান।

এ মুহূর্তে রাজ্য সরকারের সবচেয়ে বড় ঘোষণা এবার থেকে নিজস্ব মদের রিটেল কাউন্টার খোলার সিদ্ধান্ত নিয়েছে। বলাবাহুল্য আয় বাড়াতে বেশ কিছু নেয়া চিন্তাভাবনা করেছে রাজ্যসরকার।যা আজিই ঘোষণা করেছেন সরকার। প্রাথমিকভাবে জেলা প্রতি একটি করে মদের রিটেল কাউন্টার করার সিদ্ধান্ত নিয়েছে প্রথমে। তবে তার ওপর নিজস্ব বার নির্মাণ করার পরিকল্পনাও করেছে রাজ্য সরকারের তরফ থেকে। গত বছর আবগারি শুল্ক থেকে হাত লাভ হয়েছিল প্রায় সাত হাজার আটশ কোটি টাকার মতন সেই পরিসংখ্যা কে মাথায় রেখেই এই নতুন সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। দেওয়া হবে প্রতিটি জেলায় নির্দিষ্ট ব্যবসায়ীদের বৈধ লাইসেন্স যা দেখে তারা টেন্ডারসহ নিজেদের একাউন্ট খুলবে রাজ্যে।