Skip to content

প্রকাশিত হল বিশ্বের শক্তিশালী দেশের তালিকা, ভারতের স্থান দেখলে ভয় পাবে পাকিস্তান

আজকার দিনে বিশ্বের প্রতিটি দেশ নিজেকে সুরক্ষিত রাখার জন্য অনবরত নতুন নতুন প্রযুক্তির সাহায্য নিচ্ছে। আর এই কারণে সমগ্র বিশ্বে নিজেদের সামরিক শক্তিকে বৃদ্ধি করতে ব্যয় করছে প্রচুর পরিমাণে অর্থের। কোনো দেশ নিজের বাহ্যিক আক্রমণ থেকে রক্ষা করতে কতটা মজবুত তা তার সামরিক শক্তি দেখেই অনুমান করা যায়। এমনকি আন্তর্জাতিক মহলেও সবচেয়ে শক্তিশালী দেশকেই বেশি গুরুত্ব ও মর্যাদা দেওয়া হয়।

সদ্য জিএফপির নতুন তালিকা প্রকাশিত হয়েছে যা চমকে দেবার মত। তবে তার আগে প্রথমেই জেনে নেওয়া দরকার জি এফ পির পুরো কথা কি? গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স (Global Fire Power Index)। তাঁরা মূলত নতুন বছরে নতুন সংস্করণ এনেছে যাতে তাঁরা দেখিয়েছেন বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ কোনটি এবং বাকি দেশগুলিবা কোন অবস্থানে অবস্থান করছে। আসুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে বিস্তারিত ভাবে।

প্রতিবছর জিএফপি যেমন সমস্ত দেশের সামরিক ক্ষমতা নিয়ে পর্যালোচনা করে থাকেন এবং তার ওপরে ভিত্তি করে একটি তালিকাও প্রকাশ করেন এবারেও তার অন্যথা হয়নি। তাঁরা এ বছরও সেই তালিকা প্রকাশ করেছেন, যেখানে আগের শীর্ষ চার দেশের স্থান আজও অপরিবর্তিত। যেখানে নাম রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তারপরে রাশিয়া চীন এবং ভারত। এই শ্রেষ্ঠ চার দেশের কোন স্থান পরিবর্তন ঘটেনি। এটি সত্যিই অত্যাশ্চর্য একটি বিষয়।

তবে আশ্চর্যের এখানে শেষ নয়, কারণ আমরা দেখেছি রাশিয়া ইউক্রেনের সেই ভয়াবহ যুদ্ধ যাতে করে বিশেষজ্ঞরা মনে করেছিলেন রাশিয়া তাঁর অবস্থান খুইয়ে ভারত অথবা চীনের সমান এসে পৌঁছে যাবে। অপরদিকে ইউক্রেনের যে বিপুল ক্ষতি হয়েছে তাতে করে ইউক্রেনেরও অধঃপতন ঘটবে কিন্তু হয়েছে তার উল্টোটা। ইউক্রেন ২২ তম স্থানে অবস্থান করছিল যা থেকে তার স্থানের উন্নতি ঘটেছে। ইউক্রেন এখন ১৫ তম স্থানে অবস্থান করছে।

অপরদিকে অষ্টম স্থানে থাকা ব্রিটেন এখন পঞ্চম স্থান অধিকার করেছে। তবে দক্ষিণ কোরিয়া নিজের ষষ্ঠ স্থান আজও অপরিবর্তিত রেখেছে। ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান যথেষ্ট উন্নতি সাধন করেছে কারণ গত বছর তারা নবম স্থানে থাকলেও এবারে তারা সপ্তমে। এরপরে অষ্টম স্থানে রয়েছে জাপান, নবম স্থানে ফ্রান্স, দশম স্থানে ইতালি, ৩৮ তম স্থানে রয়েছে মায়ানমার, ৪০ তম স্থানে বাংলাদেশ, ৭১ তম স্থানে শ্রীলংকা , ১২৯ তম স্থানে রয়েছে নেপাল কিন্তু এই সমস্ত দেশের থেকে পাকিস্তান এগিয়ে থাকায় হতচকিত সবাই। কিভাবে সম্ভবপর হলো এটি এই নিয়ে আলোচনা তুঙ্গে।