এবার তৃণমূল কংগ্রেসের এক হেভিওয়েট নেতা তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করলেন শুধুমাত্র বিজেপিতে যোগ দেওয়ার জন্য। বিজেপি সভাপতি অমিত শাহ এর এই রাজ্যের সভা করতে আসার আগেই তৃণমূল দলে এরকম একটা বড়সড় ভাঙন ধরে গেল। এই নিয়ে এই মুহূর্তে সরগরম হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। জানা গিয়েছে যে অতুল রায় যিনি কমতাপরি ভাষার ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি এই দিন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে নিজের পদত্যাগ পত্র দিয়ে আসেন।সম্প্রীতি অতুল রায় এর নেতৃত্বাধীন কপিপি এর একটি কমিটি দিল্লিতে গিয়ে মিছিল করেন এবং সেই মিছিলে তাদের সমস্ত পুরনো দাবি গুলি মেনে নেয় কেন্দ্র সরকার।
কেন্দ্রীয় সরকার এবং অতুল রায় নেতৃত্বাধীন কমিটির মধ্যে বারবার মিটিং হয় এবং শেষ পর্যন্ত সমস্ত দাবি গুলি মেনে নেয় কেন্দ্র সরকার। এবং তারপরই তৃণমূলের বিরুদ্ধে সমস্ত ক্ষোভ উগড়ে দিয়ে অতুল রায় নিজের পদত্যাগের কথা জানিয়ে দেন সাংবাদিকদের। এবং এই ব্যাপারটি নিয়ে এই মুহূর্তে জলপাইগুড়ি সহ সমস্ত উত্তরবঙ্গের রাজনীতি চরম উত্তেজিত হয়ে রয়েছে।যদি ভোটে জিতি তাহলে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা হবে কামতপুরী ভাষা কে এমনই কথা দিয়েছিল বিজেপি। এবং বিজেপি নেতৃত্ব তাদের কথা রেখেছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৭ ই ডিসেম্বর এই ব্যাপারে ঘোষণা করেন। আর তার আগেই তৃণমূল থেকে পদত্যাগ করলেন অতুল বাবু। এখন প্রশ্ন উঠেছে তাহলে কি এবার বিজেপিতে যোগদান করবেন তিনি? এখন স্পষ্ট ভাবে কিছু জানা যায় নি।
এই ব্যাপারে প্ৰশ্ন করা হলে অতুল বাবু জানান যে, এতদিন আমরা তৃণমূলের ছত্রছায়ায় ছিলাম। অনেক সাহায্য পেয়েছি। আমরা তৃণমূল কে ভোটও দিয়েছি। কিন্তু এবার যখন আমরা রাজ্য সরকারের কাছে আমাদের ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য দাবি জানাতে গেলাম তখন আমাদের অনেক আন্দোলন কারীকে গুলি করে মারা হল। সেই জন্য আমি নিজের দায়িত্ব পালনের দিক থেকে বিচার করে তৃণমূল থেকে পদত্যাগ করে বিজেপির সভায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কারণ বিজেপি সরকার আমাদের ভাষাকে অষ্টম তপসিলের অন্তর্ভুক্ত করেছেন।
#অগ্নিপুত্র