বর্তমান সময়ে যে ভাবেপ্রতিনিয়ত সোনার দাম বেড়ে চলেছে তাতে প্রায় বেশির ভাগ মানুষের কাছে সোনার গয়না কেনা সোনার পাথরবাটির মতই অসম্ভব হয়ে যাচ্ছে ৷ কিন্তু বহুযুগ ধরেই মেয়ের বিয়েতে সোনার গয়না দেওয়ার রীতি প্রচলিত এই দেশে ৷ জমি-বাড়ি বিক্রি করে বা ধারে দেনা করেও বাবা মায়েরা মেয়ের বিয়ের জন্য সোনার গয়নার ব্যবস্থা করে থাকেন মেয়ের সম্মান রক্ষার্থে৷ তাই সাধারণের কথা মাথায় রেখে এবার অসম সরকার নিয়ে এল অরুন্ধতি গোল্ড স্কিম ৷
এই স্কিমে মেয়েদের বিয়ের জন্য সরকারের তরফ থেকে দেওয়া হবে ১০ গ্রাম সোনা ৷ এর জন্য কী করতে হবে?
মেয়ের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
ছেলের বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে।
বিয়ের রেজিস্ট্রেশন হওয়া বাধ্যতামূলক। বিয়ে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪ অনুযায়ী রেজিস্টার্ড হতে হবে ৷ যেদিন রেজিস্ট্রেশন হবে সেদিন স্কিমের জন্য আবেদন করা যাবে।
মেয়ের পরিবারের আয় বছরে ৫ লক্ষ টাকার কম হতে হবে
কেবল প্রথম বার বিয়ে করার সময় এই সুবিধা মিলবে
ক্ষমতায় এলে ৭৫ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিল বিজেপি
এই স্কিমে আবেদন করার জন্য রেজিস্ট্রেশন করাতে হবে , এর জন্য revenueassam.nic.in. লিঙ্কে গিয়ে অনলাইন ফর্ম ফিলআপ করতে হবে। এরপর প্রিন্টআউট নিয়ে ফর্ম জমা করতে হবে। আবেদন accept করা হয়েছে কিনা এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আবেদন মঞ্জুর হলে ১০ গ্রাম সোনার যা দাম হবে সেটি অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে ৷
এর মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারদের কন্যাদায় এর মত সামাজিক চাপ থেকে মুক্ত করা৷ সরকারের তরফে দেওয়া সোনা মেয়েটির আর্থিক অবস্থাও মজবুত করবে ৷অসমের বেশ কিছু এলাকায় এখনও অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয় ৷ এই স্কিমের সুবিধা নেওয়ার জন্য বেশ কিছু পরিবার এখন ছেলে মেয়েদের সঠিক বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না। ফলে সামাজিক অগ্রগতির ক্ষেত্রে এই প্রকল্প সুফল দেবে বলে আশাবাদী বিশেষজ্ঞ মহল৷