শনিবার এক সাংবাদিক বৈঠকে দিল্লির নির্বাচন কমিশন ঘোষণা করে দেন বিধানসভা ভোটের দিন। এই বৈঠকে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে বলেন যে চারটি রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে সেই চারটি রাজ্য হলো ছত্রিশগড়, মধ্যপ্রদেশ,মিজোরাম ও রাজস্থান।এই দিনটাতে নির্বাচন কমিশনের প্রধান ওমপ্রকাশ রাওয়াত জানিয়ে দেন গত ২৫ শে ডিসেম্বর পর্যন্ত এই চারটি রাজ্যের বিধানসভা ভোট প্রক্রিয়া শেষ করতে হবে।এই বৈঠকে তিনি জানান প্রথম দফায় ভোট হবে ছত্রিশগড়ে এবং ১২ই ডিসেম্বর এর মধ্যে ভোট, ওই দিন ১৮ টি বিধানসভার আসনে হবে।
দ্বিতীয় দফায় ভোট হবে ২০ নভেম্বর এখানে মোট প্রাপ্ত আসন থাকবে ৯০ টি।মিজোরাম ও মধ্যপ্রদেশে একই দিনে ভোট করা হবে। এই দুই রাজ্যে এক দফায় ভোট গ্রহণ করা হবে এবং তিনি আরো জানান এই রাজ্যে ভোট হওয়ার দিনটি হলো ২৮ শে নভেম্বর।এরপর রাজস্থান ও তেলেঙ্গানা রাজ্যের ভোট দিন ঠিক করা হয়েছে ৭ই নভেম্বর ও ১১ নভেম্বর।