Skip to content

সুইগি ও ফ্রিচার্জের উপর আইনি নোটিশ পাঠালেন আদালত।

সুইগি ও ফ্রিচার্জকে নোটিশ পাঠিয়ে দিল আদালত। প্রাক্তন খেলোয়াড় পৃথ্বী কিছুদিন আগেই টেস্টে 100 করলেন তিনি এক বিশেষ পদক্ষেপ নিলেন।নামকরা ক্রিকেটার পৃথ্বী আইনি মামলা করেছেন এই সুইগি ও ফ্রীরিচার্জ এর বিরুদ্ধে। তার দাবি শতরান করার দরুন তোলা ছবি গুলো দিয়ে সুইগি ও ফ্রীরিচার্জ তাদের অ্যাড পরিচালনা করছে, তাই তিনি কড়া পদক্ষেপ নিলেন ।পৃথ্বীর মারকেটিং দল 1 কোটি টাকা জরিমানা করেছে সুইগী ও ফ্রিরিচার্জেকে, আজকে এই ব্যাপারে আইনি নোটিশ চলে গেছে এই সংস্থাটির কাছে।


মারকেটিং দল বক্তব্য রেখেছেন যে ১৯৯৬ সালের ট্রেডমার্ক আইন ভঙ্গ করেছে সুইগী ও ফ্রী চার্জ । তাই তাদেরকে এক কোটি টাকা জরিমানা দিতে হবে ।
এই খবরটিকে দিল্লি পুলিশ খুব ভালোভাবে খতিয়ে দেখছে এবং এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে সব ধরনের পৃথ্বী কে নিয়ে সুইগি ও ফ্রীরিচার্জে এর সমস্ত বিজ্ঞাপন গুলি ডিলিট করে দেওয়া হয়েছে।