ভারতবর্ষের(India) প্রায় অর্ধেক জনসংখ্যা নির্ভর করে রেল পরিষেবার ওপর। প্রতিনিয়ত এই রেল পরিষেবার উপর নির্ভর করে নিজেদের জীবিকা নির্বাহ করেন মধ্যবিত্ত এবং নিম্নলিখিত ভারতীয়। প্রতিদিনের যাত্রা পথে আমাদের স্টেশনের নাম মুখস্থ হয়ে যায় কিন্তু আপনি যদি দূরপাল্লার ট্রেনে যান সে ক্ষেত্রে কোন স্টেশনে আসছে তা দেখার জন্য আপনাকে স্টেশনের(Station)গায়ে লাগানো হোডিং দেখতে হবে মন দিয়ে।
একটি স্টেশনে সর্বাধিক পাঁচটি জায়গায় স্টেশনের নাম লেখা থাকে তাই ভালোভাবে লক্ষ্য না করলে আপনি বুঝতে পারবেন না স্টেশনটির নাম কি। যাত্রীদের এই সমস্যা থেকে উদ্ধার করার জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন একটি পরিকল্পনা নিয়ে এসেছেন। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেলের তরফ থেকে স্টেশনের বোর্ডগুলি এমনভাবে লাগানো নির্দেশ দেওয়া হয়েছে যাতে স্টেশনে যদি ট্রেন দাঁড়ায় তাহলে প্রত্যেকটি কামরা থেকে অন্তত একটি বোর্ড দেখতে পাবেন যাত্রীরা।
স্টেশনের নাম তিনটি ভাষায় থাকবে একটি আঞ্চলিক, একটি হিন্দি এবং একটি ইংরেজিতে। বোর্ডের নিচে থাকবে সবুজ রং। যাত্রীরা যাতে সহজে দেখতে পারেন তাই প্লাটফর্ম থেকে ২ মিটার উঁচুতে এই বোর্ড লাগানো হবে। শুধু বোর্ড নয়, রেলের তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, ভিডিও স্ক্রিন এবং এলইডির মাধ্যমে বিভিন্ন রং ব্যবহার করে ট্রেনের নাম এবং কোচ সংখ্যার উল্লেখ করা হবে যাতে যাত্রীরা সহজে বুঝতে পারেন সবকিছু।
এছাড়া স্টেশন থেকে বাইরে যাবার পথের ক্ষেত্রে যে বোর্ড ব্যবহার করা হবে সেটি নীল রঙের উপর হলুদ দিয়ে লেখা হবে। আপাতকালীন পথের নির্দেশিকায় গাঢ়- সবুজের উপর সাধারণ দিয়ে বোর্ড লেখা হবে। এইভাবে প্রতীক্ষালয়, খাবার জায়গা সহ যাত্রী স্বাচ্ছন্দ সংক্রান্ত ব্যবস্থা যেখানে করা হয়েছে, এমন জায়গায় সাংকেতিক বোর্ড লেখা হবে কমলা রঙের উপর সাদা দিয়ে।