Skip to content

স্টেশনে এক মায়ের কোল থেকে শিশু হঠাৎই ছিটকে পড়ে গেল রেল লাইনে। আর তারপর যা হল দেখুন।

ভাগ্য সাথে থাকলে কি হতে পারে না অসম্ভব কাজও সম্ভব হয়ে যেতে পারে।এমন কি ভাগ্য সাথে থাকলে মৃত্যুর হাত থেকেও ফিরে আসা যায়। আজ আপনাদের এমন একটি ঘটনা কথা বলব যা হয়তো আপনি নিজের চোখের সামনে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এমনকি ঘটনাটি দেখার পর আপনি নিজেকে চিমটি কেটে বিশ্বাস করাবেন যে ঘটনাটি সত্যি ঘটনা ঘটেছে কিনা। হ্যাঁ এমন একটা ঘটনার সাক্ষী হলো মথুরা স্টেশনের মানুষজন। এই ঘটনা দেখার পর সবাই স্তব্ধ হয়ে গেছিল। অন্যদিনের মতো সেদিনও ছিল স্টেশনে ভিড় শোরগোল। সাথে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।

সবাই যে যার নিজের জীবন নিয়ে ব্যস্ত ছিল কেউ কলেজ, স্কুল, অফিস যাওয়ার জন্য ছিল ব্যস্ত। কিন্তু হঠাৎই হল এমন এক ঘটনা, স্টেশনে এক মায়ের কোল থেকে একটি শিশু হঠাৎই ছিটকে পড়ে গেল রেল লাইনে। আর তার পরই চলে এলো ট্রেনও। আর ওই মুহূর্তে শিশুর মায়ের সন্তান হারানোর চিৎকার শুরু হয়ে গেছে স্টেশনে উপস্থিত সকালে বুঝে গেছেন শিশুটি হয়তো আর বেঁচে নেই। কিন্তু সেই মুহূর্তে ঘটে গেল এক মিরাক্কেল অদ্ভুত ঘটনা ট্রেন স্টেশন থেকে চলে যাওয়ার পরও শিশুটি রইল অক্ষত অবস্থায়। এর কারণ আশ্চর্যজনক হলেও ট্রেনের কোন অংশ শিশুর গায়ে স্পর্শ পর্যন্ত করেনি।

ট্রেন চলে যাওয়ার পর শিশুটিকে উদ্ধার করে স্টেশনে উপস্থিত সকলেই। শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেন তারা। শিশুটিকে সুস্থ অবস্থায় পেয়ে পরিবারের সবার খুশির সীমানা ছাড়িয়ে যায়। রেলওয়ে সূত্র থেকে জানা গেছে রেললাইনে ফাঁকে দিয়ে গলে যায় শিশুটি যার ফলে ট্রেল চলে গেলও শিশুটির কোন প্রকার ক্ষতি হয়নি। দেখুন সেই ভিডিওটি…

https://mobile.twitter.com/ANINewsUP/status/1064837126393667585?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1064837126393667585&ref_url=https%3A%2F%2Fwestbengal24x7.com%2Fnews%2Findia%2Fbaby-fell-to-station-from-mother-lap%2F