Skip to content

কেন্দ্র থেকে আসতে চলেছে কর্মচারীদের জন্য সুখবর, একধাক্কায় দ্বিগুণ হতে চলেছে পেনশন।

আবার সুখবর সরকারি কর্মচারীদের জন্য। পেনশন ফান্ড রেগুলেটার PFRDA এর অটল পেনশন যোজনা আর ওপর পেনশনের লিমিট বাড়িয়ে প্রতিমাসের 10 হাজার টাকা করার চিন্তাভাবনা করছে বলে খবর সূত্রে জানা গিয়েছে।সরকারের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন যে অটল পেনশন যোজনার ভিত্তিতে প্রতি মাসে 5000 টাকা তার দ্বিগুণ করার জন্য এর আগেও আবেদন জানানো হয়েছিল। পেনশন ফান্ড রেগুলেটার PFRDA এর হেমন্ত জি কনট্রাক্টর এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পেনশন সংক্রান্ত পোর্টফোলিও যাচাই করেই সিদ্ধান্ত নেওয়া হবে।তিনি এও বলেছেন যে আশা করা যাচ্ছে এই প্রক্রিয়াটি ডিসেম্বর মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে।

ডিসেম্বর মাসে মধ্যে সমস্ত প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেলেই স্পষ্টভাবে বুঝা যাবে অটল পেনশন যোজনার সীমা কতটা বাড়বে। তিনি আরো জানান পোর্টফোলিও যাচাই করে ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে জুন মাসে অন্তর অন্তর থেকে বলা হয়েছিল, অটল পেনশন যোজনা ক্ষেত্রে পেনশনের টাকা বাড়ানো উচিত। তাই PFRDA এর পাঠানো প্রস্তাব সরকার খতিয়ে দেখবে। এবং কন্ট্রাক্টর জানান এখন অটল পেনশন যোজনা প্রায় পাঁচ পেনশন স্ল্যাব রয়েছে। এতে রয়েছে এক হাজার থেকে 5 হাজার টাকা । এই পেনশনের টাকা বাড়ানো হোক বলে অনেকে দাবি তোলেন। অনেকে বলেছেন 60 বছর পরে এই পাঁচ হাজার টাকার অংক অনেক কম হয়ে দাঁড়াবে।