Skip to content

বাংলা সিরিয়াল টিআরপি চার্টে ব়ড় বদল, এক ধাক্কায় অনেক নীচে নেমে গেল মিঠাইয়ের নম্বর

  • by

প্রতি সপ্তাহে বাংলা ধারাবাহিকের টিআরপি রেটিং এ আসে বড়সড় পরিবর্তন। প্রতি বৃহস্পতিবার এই ফলাফল বলে দেয় মানুষের ভালোবাসার নিরিখে কোন সিরিয়াল কোথায় দাঁড়িয়ে রয়েছে। নম্বরের হের ফের হলেই বদলে যায় সিরিয়ালের ভাগ্য। এই সপ্তাহে পাশা পুরোপুরি বদলে গেলো। এই সপ্তাহে ৮.৪ নম্বর পেয়ে নিজের জায়গা ধরে রেখেছে গাঁটছড়া। তবে অবিশ্বাস্যভাবে এবারে তিন নম্বর জায়গাতেও নিজেকে ধরে রাখতে পারল না মিঠাই।

দ্বিতীয় নম্বরে উঠে এসেছে ফড়িং ৭.৮ নম্বর পেয়ে। বোঝাই যাচ্ছে প্রথমটার সঙ্গে দ্বিতীয় সিরিয়ালের ব্যবধান অনেকটাই। দুই সপ্তাহ আগে সর্বোচ্চ নম্বর পেয়ে গৌরী এলো পরিবার উঠে এসেছিল প্রথমে। গত সপ্তাহেও দ্বিতীয় স্থান ধরে রেখেছিল তারা। কিন্তু ৭.৩ নম্বর পেয়ে এবার গৌরী এলো ঘরে নেমে এলো চতুর্থ স্থানে।

৭.৬ নম্বর পেয়ে ধরে রেখেছে তৃতীয় স্থান। পঞ্চম স্থান অর্জন করেছে মিঠাই ৬.৬ নম্বর পেয়ে। বাকিরা কে কোথায় রয়েছেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক……

গাঁটছড়া, স্টার জলসা প্রথম স্থান প্রাপ্ত নম্বর ৮.৪

আলতা ফড়িং স্টার জলসা দ্বিতীয় স্থান প্রাপ্ত নম্বর ৭.৮

ধুলোকোনা স্টার জলসা তৃতীয় স্থান প্রাপ্ত নম্বর ৭.৬

গৌরী এলো জি বাংলা চতুর্থ স্থান প্রাপ্ত নম্বর ৭.৩

মিঠাই জি বাংলা পঞ্চম স্থান প্রাপ্ত নম্বর ৬.৬

অনুরাগের ছোঁয়া স্টার জলসা ষষ্ঠ স্থান প্রাপ্ত নম্বর ৬.৪

জগদ্ধাত্রী জি বাংলা ষষ্ঠ স্থান প্রাপ্ত নম্বর ৬.৪

লক্ষী কাকিমা, জি বাংলা সপ্তম স্থান প্রাপ্ত নম্বর ৬.৩

সাহেবের চিঠি স্টার জলসা অষ্টম স্থান প্রাপ্ত নম্বর ৬.২

খেলনা বাড়ি জি বাংলা নবম স্থান প্রাপ্ত নম্বর ৫.৯

মাধবীলতা স্টার জলসা দশম স্থান প্রাপ্ত নম্বর ৫.৭