দেশে কেন্দ্রীয় সরকারের নতুন কৃষিবিলের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন চলছে৷ এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ এক্ষেত্রে এক সেনা সদস্যকে ভড়কে যেতে দেখা গেল। সেনা জওয়ান তার উর্দি পরে রয়েছেন৷ ভিডিওটি বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর তার টুইটারে শেয়ার করেছেন। ভিডিও শেয়ার করে উনি নিজেই অস্বস্তিতে পড়েছেন। উনি বলেন কিছু আগেই কৃষক আন্দোলনকে সমর্থন করে সিন্ধু বর্ডার পৌঁছেছেন।
এই ভিডিওতে এক ব্যক্তি সেনাবাহিনীর উর্দি পরে নিজেকে ফৌজি বলে পরিচয় দিচ্ছেন। ভিডিওতে তিনি বলছেন, তিনি কৃষক আন্দোলনে অংশ নিতে চলছেন। তিনি বলেছিলেন, ” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি, আমি আপনাকে একটি কথা বলতে চাই৷ আমি এখনও ইউনিফর্ম পরে আছি৷ এই পোশাকেই কিছু দিন আগে চীনের সীমান্তে পাহারা দিচ্ছিলাম৷ তখন আমি বড় দেশভক্ত ছিলাম৷ এখন যখন এই উর্দি ছেড়ে দিল্লির বর্ডারে কৃষক আন্দোলনে যোগ দিচ্ছি তখন আমি দেশদ্রোহী হলাম, সন্ত্রাসীবাদী , খালিস্তনী হয়ে গেলাম ”
তিনি বলেন কৃষকদের আন্দোলনে অংশগ্রহণের পরে দেশদ্রোহী, সন্ত্রাসবাদী এবং খালিস্তানি তকমা দেওয়া হয়েছে৷ শুধু তাই নয়, তিনি ভিডিওতে প্রধানমন্ত্রী মোদিকে বলেন, যে শিখ এবং জাঠ রেজিমেন্টের যুবকদের মনে কী চলছে। তিনি বলেন, যদি আপনার বাড়িতে কোনো সমস্যা হয়, তাহলে কাজে আপনার মন বসে না৷ সেইসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী জওয়ানদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, তাহলে ডিউটি কে করবে?
এই ভিডিওতে বলা হয়েছে প্রধানমন্ত্রী বড় ব্যবসায়ীদের স্বার্থ দেখছেন৷ ভারতের সেনা আজ সীমান্ত রক্ষা করছে। দিল্লিতে তাদের পরিবার বিক্ষোভে অংশ গ্রহণ করছে। প্রধানমন্ত্রী এসব দেখতে পাচ্ছেন না৷ উনি কেবল বড় ব্যবসায়ীদের দেখতে পাচ্ছেন৷ উনি প্রশ্ন করেছেন কোন ব্যবসায়ীর ছেলে সেনাবাহিনীতে রয়েছেন?
Some straight speak. https://t.co/ZoU1qi3X5b
— Swara Bhasker (@ReallySwara) December 29, 2020
বলিউডের অভিনেত্রী স্বরা ভাস্কর এই ভিডিও শেয়ার করে লিখেছেন, “কিছু সোজা কথা।” এরপর ভিডিওটি ভাইরাল হয় । সবাই বলছে ভারতীয় সেনা মোদীর বিপক্ষে চলে গেছে৷
জানা যাচ্ছে ভিডিওতে যে সেনা জওয়ানকে দেখা যাচ্ছে তিনি আসলে সেনা নন৷ উনি একজন পাঞ্জাবি অভিনেতা৷ সোশাল মিডিয়ায় অনেক ভিডিও শেয়ার করে৷
A humbling day, to see the grit, resolve and determination of protesting farmers and the elderly at #SinghuBorder #FarmersProtests pic.twitter.com/WIGg6bdqkF
— Swara Bhasker (@ReallySwara) December 17, 2020
কৃষকদের আন্দোলনে অভিনেত্রী স্বরা ভাস্কর সামিল হয়েছিলেন৷ কৃষকদের মধ্যে গিয়ে আন্দোলনে যোগ দেন। এই ফটো সোশাল মিডিয়ায় শেয়ার করতে কিছু মানুষ তাকে ট্রোল করে৷ সিন্ধু বর্ডারে তাকে মহিলা আন্দোলনকারীদের সঙ্গে বসে থাকতে দেখা যায়৷