Skip to content

বেরিয়ে এলো পশ্চিমবঙ্গের ওপর করা সার্ভের ফলাফল! জনতায় জানিয়ে দিল আগামী প্রধানমন্ত্রী হিসেবে কাকে বেছে নিচ্ছেন তারা।

এই কথায় কোন সন্দেহ নেই যে, লোকসভার সম্বন্ধে যেসব কথা সামনে এসেছে সেগুলো আশ্চর্য করার মত। কিছু সময় আগে আমাদের এবিপি নিউজ একটি বড়ো সার্ভে করলেন, আর তার ফলাফল গুলি বিজেপির জন্য লাভদায়ক। আর সে জায়গায় যদি পশ্চিমবঙ্গের রাহুল গান্ধীর লোকপ্রিয়তার ওপর সার্ভে করা হয় রাহুল গান্ধীও কারোর থেকে কম নয় , তারও আখড়া গুলো অবাক করার মত। আজ আমরা এই সম্বন্ধে কিছু ভালো ভালো সূচনা আপনাদের জানাবো। আপনাদের জানিয়ে দিই , দিন দিন ভোটের সময় যত কাছে আসছে পার্টি গুলোর মধ্যে এর প্রস্তুতি আরো দ্রুত চলছে।

আর এই সময়টি এমন একটি সময় রাজনীতিতে থাকাকালীন যে সমস্ত কাজ তারা করেছে তার রিপোর্ট পেশ করতে হয় জনতার কাছে। আর তাদের মধ্যে এমনও কিছু পার্টি থাকে যারা এই ভোটের সময়কে কাজে লাগাতে চাই এবং নিজের করা দোষগুলো লুকিয়ে অন্যের দোষ তুলে ধরতে চেষ্টা করে কিন্তু এখন ভারতের জনসাধারণের বাস্তব বুদ্ধিতা আগের তুলনায় অনেক বেড়ে গেছে এবং তারা এটা খুব ভালো ভাবেই জানে যে কাকে ভোট দেওয়া উচিত আর কাকে না! পশ্চিমবঙ্গের রাহুল গান্ধীর লোক প্রিয়তার ওপর আমরা যে সার্ভে করেছি , তার সম্মন্ধে আপনাদের আজ আমরা বলব। যেটি কিছু মুহূর্ত আগেই মিশন ২০১৯ কে নিয়ে “ইন্ডিয়া টুডেতে” সার্ভে করা হয়েছে। এই সার্ভে অনুযাই জানা যায় যে ,পশ্চিমবঙ্গের অধ্যক্ষ রাহুল গান্ধীকে সেখানকার ২০ শতাংশ লোক পছন্দ করে আর তারা চান যে ২০১৯ এ পিএম এর আসনে রাহুল বসুক।অর্থাৎ রাহুল গান্ধীর লোকপ্রিয়তার আখড়া সত্যিই অবাক করে দেওয়ার মতো। যে সংখ্যাই তার লোকপ্রিয়তা আছে ,সেই হিসেবে এই ব্যাপারে কিছু বলা সম্ভব নয়।


আর এটা স্পষ্ট যে ২০১৯ এর পিএম এর পদটির জন্য বেশ ভালোমতোই দ্বন্দ্ব বাধবে। তৃণমূল কংগ্রেসের দিক থেকে মমতা ব্যানার্জীকে ২১শতাংশ লোক পছন্দ করে আর তাদের এটা কামনা যে , ২০১৯ এ পিএম এর সিটে মমতা বসুক। আর এদের মধ্যে যার আখরাটি সত্যি সত্যিই অবাক করে দেওয়ার মত সেটি হলো পিএম নরেন্দ্র মোদীর লোকপ্রিয়তার।একটি সার্ভের মাধ্যমে জানা যাচ্ছে যে, পশ্চিমবঙ্গের ৪৬ শতাংশ জনতা এটাই চাই যে ,এর পরবর্তী ভোটেও বিজেপির দিক থেকে মোদিজিই পিএম হন।অর্থাৎ এই সার্ভে অনুযায়ী পরিষ্কার হয়ে যাচ্ছে যে জনসাধারণ পরবর্তীকালে প্রধানমন্ত্রী হিসেবে কাকে বেছে নিতে চলেছেন।