আমাদের দেশের সবথেকে বড় ব্যাঙ্ক অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে এলো এক বিশাল পরিবর্তন।একাউন্টে ন্যূনতম ব্যালেন্স এর থেকে কম টাকা থাকলে তাতে কাটা জরিমানা কত হবে তা এখন সকলে জানে।স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে আমরা জানতে পারি যেসব মেট্রো শহরের অ্যাকাউন্টগুলি রয়েছে ,সে সব অ্যাকাউন্টগুলিতে ন্যূনতম ৩০০০ টাকা ব্যালেন্স না থাকলে তাতে টাকা কাটা হবে। যদি নিম্নতম ব্যালেন্সের ৫০শতাংশ হয় তাহলে ১০ টাকা কাটা যাবে ও ৫০ থেকে ৭৫ শতাংশ হলে এবার ওটা কাটা যাবে।
এর সাথে জিএসটি নির্ধারিত এবং ব্যালেন্সের তার চেয়েও কম থাকে তাহলে জরিমানা বাবদ ১৫ টাকা ও জিএসটি কাটা যাবে।এবং শহরতলী যেসব শাখাগুলি রয়েছে সেসব একাউন্টের ব্যালেন্স ৫০% কম থাকলে সাড়ে সাত টাকা কাটা হবে এবং ৫০ থেকে ৭৫ শতাংশ কম থাকলে তাদের ১০ টাকা কাটা হবে এবং ৭৫ শতাংশ কম থাকলে তাদের ১২ টাকা কাটা হবে । প্রতিক্ষেত্রে জিএসটি চার্জ আলাদা করে কাটা হবে।
গ্রামীণ যেসব অ্যাকাউন্ট গুলি রয়েছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাতে ন্যূনতম ব্যালেন্সের ক্ষেত্রে রাশি নির্ধারিত করা হয়েছে যদি ৫০ শতাংশের কম থাকে তাহলে ৫ টাকা ও জিএসটি কাটা হবে। ৫০ থেকে ৭৫ শতাংশ কম হলে ৭.৫০ কাটা হবে এবং ৭৫ শতাংশ কম হলে ১০ টাকা কাটা হবে,তার সাথে জিএসটি কাটা হবে । এছাড়াও স্টেট ব্যাঙ্ক থেকে আমরা জানতে পারি , যে জিরো ব্যালান্স একাউন্ট এর ক্ষেত্রে এ নিয়ম লাগু হবে না।