Skip to content

কেবিসি থেকে বলছি। লুট ₹3.25 লাখ। অভিযোগ দায় করলেন এক মহিলা।

কন বানেগা ক্রোড়পতি নামক গেম শো সম্পর্কে আমরা সকলেই জানি। এই কন বানেগা ক্রোড়পতি গেমস এর নাম ব্যবহার করে প্রায় 3 লাখ 25 হাজার টাকার প্রতারণার অভিযোগ করেছেন এক মহিলা। গণেশগরের এক বেসরকারি সংস্থার কর্মরত বিজয়া কুম্ভকর নামক মহিলা এই অভিযোগ জানিয়েছে। পুনের সিংগড় পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের হয়েছে।আব্দুল্লাহ এবং রাজকুমার এই দুই ব্যক্তি এই মহিলাকে ফোন করে জানিয়েছেন যে,তিনি 25 লাখ টাকা এবং একটি গাড়ি জিতেছেন কেবিসি তরফ থেকে।মহিলা আশ্চর্য হয়ে প্রশ্ন করে যে তিনি অংশগ্রহণ করেননি কেবিসিতে তাও কীভাবে তিনি পুরস্কার জয়ী হলেন।এর উত্তরে ওই ব্যক্তিরা বলে মোবাইল সংস্থার সঙ্গে অপারেট করে এই লাকি ড্র আয়োজন করা হয়েছে এবং তার থেকেই তিনি পুরস্কার জিতেছেন।

এরপর ব্যক্তিরা তাকে আবার ফোন করে জানায় যে পুরস্কারের পাওয়ার জন্য লেনদেনের চার্জ হিসেবে তাকে ব্যাংকে 30 হাজার টাকা জমা দিতে হবে মহিলা পুরস্কারের কথা ভেবে টাকা জমা দিয়ে দেন। এরপর আবার ফোন আসে যে আয়করের টিডিএস বাবদ 3.24 লাখ টাকা আরো জমা দিতে হবে ব্যাংকে ওই মহিলা 25 লাখ টাকা এবং গাড়ির কথা ভেবে সেটিও জমা দিয়ে দেন। এরপরে আর কোন ফোন পাওয়া যায়নি এবং মহিলা বুঝতে পারেনি তার সাথে প্রতারণা করা হয়েছে।
মহিলা জানিয়েছেন মোট 15 টি লেনদেনের মাধ্যমে প্রায় 6 টি ব্যাংক একাউন্টে লেনদেন করা হয়েছে।