টলিপাড়ার অভিনেতা অভিনেত্রীদের নিয়ে আমাদের মনে সবসময় থাকে কৌতুহল। প্রতিনিয়ত তাদের জীবনে কি ঘটে চলেছে তা জানার ইচ্ছা আমাদের সবসময় থাকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা অন্য কোন মাধ্যমে সবসময় আমরা সেটা জানার চেষ্টা করে থাকি। অনেক সময় অনেকেই জানতে চান পছন্দের নায়িকা অথবা নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা কি, কারণ এই সমস্ত নায়ক নায়িকারাই আমাদের জীবনের আইডল হয়ে থাকেন এক সময়। তাহলে চলুন জেনে নেওয়া যাক আপনার পছন্দের নায়ক অথবা নায়িকা বাস্তব জীবনে ঠিক কতখানি শিক্ষিত।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়: টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সমার্থক শব্দ হলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেছিলেন।
জিৎ: অসাধারণ এই অভিনেতা বহু বছর ধরে মানুষের মনে সমান ভাবে বিরাজ করেছেন। অভিনেতা জিৎ ভবানীপুরের এডুকেশন সোসাইটি থেকে স্নাতক হয়েছেন।
যীশু সেনগুপ্ত: চৈতন্যদেবের চরিত্র থেকে যাত্রা শুরু করেছিলেন তিনি, তারপর আর কার্যত থেমে থাকতে হয়নি তাঁকে। এই অভিনেতা হেরেম্ব চন্দ্র কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক করেছিলেন।
দেব: দেব ওরফে দীপক অধিকারী বর্তমানে তৃণমূল কংগ্রেসের সাংসদ। তিনি পুনের ভারতীয় বিদ্যাপীঠ থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা ডিগ্রী পাস করেছেন।
আবির চট্টোপাধ্যায়: বঙ্গ ললনাদের ক্রাশ আবির চট্টোপাধ্যায় গোয়েঙ্কা কলেজ অফ কমার্স এন্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ করেছেন।
অনির্বাণ ভট্টাচার্য: থিয়েটারের জগতে যার অবাধ যাতায়াত, যিনি অভিনেতা হওয়ার পাশাপাশি একজন সফল পরিচালক সেই অনির্বাণ ভট্টাচার্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটারে স্নাতকোত্তর পড়াশোনা করেছেন।
যশ দাশগুপ্ত: নুসরাত জাহানের কল্যানে গত বছর থেকেই খবরের শিরোনামে থাকেন যশ দাশগুপ্ত। এছাড়া তিনি গত বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থী ছিলেন। তিনি সি বি এস সি বোর্ডের থেকে মাধ্যমিক পাস করেছেন।
অঙ্কুশ হাজরা: অভিনেতা অঙ্কুশ হাজরা হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক ডিগ্রী পাস করেছেন।
টোটা রায়চৌধুরী: বহু বছর ধরে বাংলা সিনেমার সঙ্গে অতপ্রতভাবে যুক্ত রয়েছেন তিনি। সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছে থাকলেও ভাগ্যের লিখনে তিনি হয়েছেন অভিনেতা, যদিও এই নিয়ে এখন আর কোনো আফসোস নেই তার। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক পাস করেছিলেন টোটো রায়চৌধুরী।
রুদ্রনীল ঘোষ: অসাধারণ অভিনেতার অভিনয় ঘোষ নরসিংহ দত্ত কলেজ থেকে বিএসসি ডিগ্রী পাস করেছিলেন।